থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি।
জয়ের বিয়েটা কি বৈধ?
আপনারা জানেন যে জিয়া বিমানবন্দরের নাম বদলে গেছে, এখন সেটার নাম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। লক্ষ্য করুন হযরত শাহজালাল [র:]-এর নামের (র অংশটুকু নেই। নামটা কি বিকৃত হয়েছে? আমি নামকরণ স্কোয়াডের লোক নই, জানি না তাই।
আমার ধারণা চট্টগ্রামের বিমানবন্দরের নামে কিন্তু ঠিকই আমনত শাহ [র:] লেখা হয়।
বিমানবন্দরের নাম করলাম এ জন্যে যে এ পথ দিয়ে সম্প্রতি জয় আর জয়ের মা বিদেশে গেলেন।
যাহোক, নবীন রাজপুত্র কেন যে হঠাৎ দেশে আসলেন, তা বোঝা গেল তার গতকালের চীন যাত্রার মাধ্যমে। তিনি এমন কি বিখ্যাত লোক, বা দেশে এমন কি করেন যে তাকে এমন একটা রাষ্ট্রীয় সফরে স্বয়ং প্রধানমন্ত্রীর সাথে যেতে হবে? তার স্থানে দুই একজন কম গেলে কি কোন ক্ষতি হতো? তার উপরে বিদেশীনি বধু যাচ্ছে।
এ ব্যাপারগুলো আমাদের ভাবনায় ফেলে। আমার জানা মতে প্রধানমন্ত্রীর বৌমা ইহুদী বংশোদ্ভূত।
তবে তাঁর বেয়াই পক্ষ এতো নামজাদা কেউ নন। এমন বৌমা পেয়েও প্রধানমন্ত্রী আমেরিকান সরকারের কাছাকাছি যেতে পারবেন না। না তিনি অধুনা প্রতিষ্ঠিত ইসরায়েল-ভারত অক্ষের কোন ফায়দা তুলতে পারবেন। তাই এই মাকাল ফলটিকে বেশি প্রচারণা না দেওয়াটা সরকারী দলের জন্যে মঙ্গলকর হবে।
সালমান তার মেয়ের সাথে জয়ের বিবাহ দিতে চেয়েছিল, সেটা ১৯৯৭-২০০১ সালের মেয়াদের কথা।
জয়ের সামনে তখন এক গাদা মেয়ে। সালমান তার মেয়ে নিয়ে লন্ডনে, ছোটখালা রেহানা তার বড় মেয়েকে নিয়ে প্রস্তুত, আর জয়ের অসংখ্য বান্ধবীকূল। কাকে ছেড়ে যে কাকে নেবে, জয়ের জন্যে তা এক সমস্যা হয়ে দাড়াল।
বাবা সে সময়ে শাহাবুদ্দিনের বাসায় থাকে। মায়ের সাথে বাবার কোন যোগযোগ নাই।
মা নাসিম, আশরাফ, লিটন প্রমুখদের বলে যে তোদের দুলাভাই তো পাগল হয়ে গেছে! তো সেই পাগল বাবার সাথে ছেলের কোন যোগাযোগ নাই।
ঐ কাহিনীর শেষ হলো এই ভাবে যে জয়ের আর বিয়ে করা হলো না। এরজন্যে ছোটখালা খেপলেন মা-র উপরে। মধ্যে অনেকদিন তাদের মধ্যে কথাবার্তা বন্ধ ছিল। সে সুযোগটা কাজে লাগাতে চেয়েছিলেন তারেক।
রেহানাকে আওয়ামী লীগের অন্যতম পার্টনার করার মধ্যে দিয়ে। তা আর হয় নাই।
সালমানের মেয়েটা লন্ডনে থাকতো। কোন এক বন্ধুর বাসায় উইক এন্ড পার্টিতে একটু বেশি টেনেই মনে হয়, বেসামাল হয়ে কার্নিশ থেকে নীচে পড়ে যায়। সে আর বাচে নি।
যা হোক শেষ মেষ জয় ওভারমায়ারের মায়ার জালে ধরা দিলেন। কিন্তু যে বিয়েতে মা যান নাই শুনেছি। তেমন কোন রেকর্ডও তো নাই। বিয়ে তো মুসলমান ধর্ম মতে হয় নাই। তারা তো এদেশে এসে বিয়েটার মুসলমানি করান নাই।
তাই তো অনেক প্রশ্ন থেকে যায়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।