রোববার রাত সোয়া ৮টার দিকে ফেইসবুকে তার অফিসিয়াল পেইজে এক স্ট্যাটাসে ওই সংশোধনীর পাশাপাশি ইন্টারনেট নিয়ে বেশ কিছু পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।
ইন্টারনেট ব্যবহারের মূল্য সংক্রান্ত আগের দেয়া তথ্য হালনাগাদ করে তিনি লিখেছেন, ‘সম্প্রতি সময়ে আমাদের সরকার ইন্টারনেটের পাইকারি মূল্য ১৮,০০০ টাকা থেকে ৪,৮০০ টাকায় হ্রাস করেছে। শতকরা হিসাবে এ হ্রাসের পরিমান ৯৪ শতাংশ। ’
এর আগে শুক্রবার তিনি ইন্টারনেটের পাইকারি মূল্য ৮০ হাজার টাকা থেকে ১৮ হাজারে নামিয়ে আনার কথা উল্লেখ করেছিলেন।
স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘তা সত্ত্বেও আমি এই বিষয়ে আরও মূল্য কমানোর পরিকল্পনা গ্রহণ করেছি।
আমার লক্ষ্য হলো, ৫ এমবি সংযোগ ৪০০০ টাকায় সহজলভ্য করা যাতে ১ এমবি সংযোগ হবে ১০০০ টাকার নিচে। আমাদের এ সংক্রান্ত পরিকল্পনা ইতিমধ্যে রয়েছে এবং আওয়ামী লীগ যদি পুনঃনির্বাচিত হয় তবে পরিকল্পনামত অচিরেই এ নতুন মূল্য বাস্তবায়ন করা হবে। ’
আগামী পাঁচ বছরের মধ্যে ৫০০০ টাকায় ২৫ এমবি সংযোগ দেয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তনয়।
তিনি লিখেছেন, ‘তখন আপনি ১০০০ টাকায় ৫ এমবি সংযোগ পাবেন এবং ১ এমবি সংযোগের মূল্য দাঁড়াবে মাত্র ২০০ টাকা। হ্যাঁ, এটি খুবই সম্ভব এবং আমি তা বাস্তবায়নের একটি পরিকল্পনা গ্রহণ করেছি।
আওয়ামী লীগের পরবর্তী সরকারের মেয়াদের মধ্যেই এ মুল্য হ্রাস ঘটবে। ’
২০ মিনিটের মধ্যে জয়ের স্ট্যাটাস পছন্দ করেছেন ১৪শ জনের বেশি, মন্তব্য পড়েছে ৩০০টি এবং শেয়ার করা হয়েছে দেড়শর মতো।
অবশ্য মন্তব্যে কেউ কেউ ব্যান্ডউইথের দাম কমালে মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠানগুলো এর সুবিধা ভোগ করে বলে অভিযোগ করেছেন।
একজন তার মন্তব্যে লিখেছেন, ‘আরে ভাই আপনারা ব্যান্ডউইথের দাম কমিয়েছেন ঠিক আছে। কিন্তু সেই সুবিধাগুলো তো আমরা ভোগ করছি না, লাভবান হচ্ছে মোবাইল কোম্পানি গুলো।
তারা তো গ্রাহক পর্যায়ে দাম কমায়নি। ’
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।