আমাদের কথা খুঁজে নিন

   

মৃত্যুপুরী হয়ে গেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

আমি দেখি আমার চোখে, আমার চোখদুটো সাধারণ, বড়ই সাদামাটা

আজকে ছিল চবির অন্যতম রক্তাক্ত দিন। বগি ভিত্তিক ছাত্রলীগ এর হাতেগোনা কিছু সন্ত্রাসীর জন্য পুরো ক্যাম্পাস আজকে আতংকে কেঁপেছে। Versity Express(vx) আর CFC এই দুই বগির সঙ্ঘাত তো নিত্যদিনের ব্যপার।আজকে তার নতুন করে রঙ লাগলো CFC তার প্রতিপক্ষ Versity Express এর সোমেন কে কুপিয়ে কব্জি হারা করার মাধ্যমে। নতুন করে সন্ত্রাসের খাতায় নাম লিখিয়েছে Dream Boyes নামের বগীটির কর্মীরা। বিকেলের ট্রেনে পুরো পুরি গায়ে পরেই আক্রমন করে বসলো একাকারের তাঞ্জিম, জুবায়ের আর রিফাতের উপর। রাম দা দিয়ে যেভাবে তারা তাদের কে কোপাল তাতে তাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলতে ঘেন্না হয়। তবে CFC, Dream Boyes যাই করুক না কেনও এটা কেবল নতুন আরেক সঙ্ঘাতের সূচনা মাত্র। কেননা বগি ভিত্তিক এই সব ছোট ছোট ছাত্রলীগের সংগঠন গুলো প্রত্যেকেই দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত। ত্রাস সৃষ্টি করতে কেউই কম যায় না, আর কেন্দ্রিও নিয়ন্ত্রন এখানে আসহায়

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.