আমাদের কথা খুঁজে নিন

   

‘সাগরের গভীরতম স্থানও মৃত্যুপুরী নয়’

প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেঞ্চের তলদেশে অতিক্ষুদ্র অনুজীবের সন্ধান পেয়েছে একদল আন্তর্জাতিক বিজ্ঞানী। পশ্চিম প্রশান্ত মহাসাগরের প্রায় ১১ কিলোমিটার গভীরে তাদের কার্যকলাপের চিত্র দেখা গেছে।
পরিবেশ এবং ভূবিজ্ঞান বিষয়ক একটি জার্নালে এ তথ্য তুলে ধরেন গবেষকরা। এতদিন বিজ্ঞানীরা সাগরের তলদেশে গভীর গিরিখাতের মত প্রতিকূল স্থানে প্রাণ টিকে থাকতে পারে বলে শুধু ধারণা করে আসছিলেন।
কিন্তু এ গবেষণায় প্রায় হিম তাপমাত্রায়, প্রচ- চাপ এবং সম্পূর্ণ অন্ধকারে একটি প্রাণীদেহের বৃদ্ধি পাওয়ার প্রমাণ পাওয়া গেছে।


“সাগরের সবচেয়ে গভীরতম স্থানও মৃত্যুপুরী নয়,” বলেছেন এ জার্নালের অন্যতম লেখক ড. রবার্ট টার্নউইচ।
তিনি জানান, ২০১০ সালে পানির নিচে গভীর গিরিখাতে মানুষশূন্য নিমজ্জনযোগ্য কার্বন পাঠান বিজ্ঞানীরা, যা সাগরের তলদেশে ঘোর অন্ধকার থেকে পলি সংগ্রহ করে।
প্রাপ্ত নমুনায় অক্সিজেনের স্তর পর্যবেক্ষণ করে অসংখ্য অনুজীবের অস্থিত্ব খুঁজে পাওয়া গেছে। এই অনুজীবগুলো নিঃশ্বাস নিয়ে থাকে যেভাবে আমরা নিয়ে থাকি। এবং অক্সিজেন ব্যবহার করে তারা পরোক্ষভাবে নিজেদের মধ্যে কার্যকলাপও করে থাকে।


অবিশ্বাস্যভাবে, এই জীবগুলোর অস্থিত্ব একসাথে খাতের তলদেশে যা প্রায় ছয় কিলোমিটার গভীরেও পাওয়া গেছে। তখন তারা সাগরের তলদেশে জমে থাকা মৃত উদ্ভিদ ও জীবের থেকে তাদের খাদ্য সংগ্রহ করছিল।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।