আমাদের কথা খুঁজে নিন

   

মৃত্যুপুরী সাভারের হে অতৃপ্ত আত্মা গন... অভিশপ্ত করো আমার এই মানবজন্ম..

বুকের ভেতর নিত্ত চলছে মানুষ হয়ে জন্মানো পাপাচারের আস্ফালন। আজকের জগতের মানুষগুলো, মানুষের মানবতার দিকে চেয়ে নিজেকে মানুষ বলে জাহির করতে আমার লজ্জা লাগে... শত ধিক্কারে গুলিয়ে উঠে আমার সারা গাঁ... ফুটে যাওয়া বেলুনের মতো চুপসে থাকি নিজের ভেতর যেন কেউ আমাকে মানুষ বলে চিনে না ফেলে... ধিক, ধিক, ধিক আমার এই জন্ম... আমি কেমন করে শুধরবো আমার এই মানুষ হয়ে জন্ম নেওয়ার পাপ... কেউ কি আছো... বলে দিতে পারো...??? অশ্রুর বিনিময়ে, বুক ফাটা আর্তনাদের বিনিময়ে, হিংস্রতার বিনিময়ে, রক্তের বিনিময়ে, মৃত্যুর বিনিময়ে... আমি বিত্তশালী হতে চাই..আমার অর্থ চাই... কাড়ি কাড়ি অর্থ... বিশাল সমুদ্রও যত না জল ধারন করে... বিশাল আকাশ যত না নীলিমা ধারন করে... তার চেয়েও বেশি অর্থ চাই... যে কোন কিছুর বিনিময়ে... ওই অর্থের জন্য, ওই ক্ষমতার জন্য, ওই মসনদের জন্য..আমার প্রকাশ্যে দিনের আলোতে আমারই মতো মানবজন্মের শরীরকে রক্তাক্ত, ক্ষতবিক্ষত করতে আমার এতটুকু হাত কাঁপে না...সত্যি বলছি বুকের ভেতর আমার কোনরকম সংশয় কাজ করে না... আমি নিরধিদায় উল্লাসে আহ্লাদিত হতে পারি ওই মুহূর্তেও... আমার স্বার্থসিদ্ধির কথা ভেবে...চুপি চুপি একটা সত্যি বলছি... মানুষ হয়ে জন্ম নেয়া আজন্ম পাপের বোঝা আজ আমার কাঁধে সত্যি অবহনযোগ্য... আর পারছি না... আর পারছি না... সাভারের ওই মৃত্যুকূপের দিকে চোখ ফেরাতে – যেখানে আমার ভাই, আমার বোনেরা টুকরো টুকরো কতগুলো মাংসপিণ্ড হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে আমাদের নিদারুণ মানবসভ্যতার চূড়ান্ত অর্থলিপ্সা, বর্বরতা, অসভ্যতার সাক্ষ্য হয়ে... নিজেকে আমি আর মানুষ ভাবতে পারছি না... ... ...!!!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.