আমাদের কথা খুঁজে নিন

   

রাজকীয় চাবুক আর চালিয়োনা

চলুন সবাই মিলে দেশ গড়ি - ভাবনাকে কাজে পরিণত করি৷

তথাকথিত রাজকীয় বিয়ের সবচেয়ে বহুল প্রচারিত ও সমাদৃত (?) ছবিটির নিচের দিকে দৃষ্টি নিবদ্ধ করুন (লিঙ্কে ছবিটি) ৷ তিন বছরের নিষ্পাপ শিশুটি অশ্রু-সিক্ত নয়নে, কোমল হাতে দু-কান চেপে ধরে বিশ্ববাসীকে কি বলতে চাচ্ছে? "একবিংশ শতাব্দীর আত্ম-মর্যাদাশীল মানুষের উপর রাজকীয় চাবুক আর চালিয়োনা", এই হচ্ছে তার আর্তনাদ আমাদের মত মেরুদন্ডহীন সভ্য মানুষের পক্ষ থেকে ৷ যারা আধুনিক বিশ্বে গণতন্ত্রায়নের বুলি আওড়ায়, গণতন্ত্রের নামে স্বাধীন দেশ দখল করে, নির্বিচারে মানুষ খুন করে, দুর্বল সরকারের সুযোগ নিয়ে পর-দেশে প্রভুত্ব চালায়, সেই রাজা-রানীরা এরকম বিলিয়ন ডলারের কৃত্রিম বিয়ে-ভালবাসার নামে বিশ্ববাসির সাথে উপহাস করে মাঝে মাঝে জানিয়ে দেয় যে, "আমরা এখনো আছি এবং থাকবো তোমাদেরকে একভাবে না একভাবে দাসত্বের সৃন্কলে বেধে রাখতে" ৷ পৃথিবীর খেঁটে খাওয়া, ক্ষুধার্ত, বস্ত্রহীন, অত্যাচারিত মানুষের কাছে পরজীবী, গরিবের রক্ত-শোষক রাজা-রানীদের সম্পদ ও প্রভাবের এই নগ্ন প্রদর্শনীর প্রতিবাদে তিনটি শব্দই যথেষ্ঠ, "তোমাদেরকে ঘৃনা করি"৷ Click This Link


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।