আমাদের কথা খুঁজে নিন

   

রাজকীয় একটি বিয়ের নিমন্ত্রণপত্র



বর প্রিন্স উইলিয়াম মাতা : পিন্সেস ডায়ানা পিতা : চালর্স (হাঁদারাম) নিবাস : উইন্ডসর প্রাসাদ, লন্ডন কনে কেট মিডলটন মাতা : কেটের ক্যারল পিতা : মাইকেল মিডলটন নিবাস : কিংস রোড, লন্ডন শুভ বিবাহ ২৯ এপ্রিল, ২০১১ রোজ শুক্রবার ঝাটা লগ্ন, মাকড়শা তিথি, রা ঘ ৯/২৫/৫২ — ২/০৬/৩২ সে. বিবাহ বাসর : ওয়েস্টমিনস্টার অ্যাবে, লন্ডন জনাব, সাত-সকালে কাকের কা কা শুধু ঘুমই নষ্ট করে না, দিনের আগমনী বার্তাও বয়ে আনে। নাছোড়বান্দা পাপারাজ্জিদের অচাম্বিত নাক গলানো, দুনিয়ার তাবত বেয়াক্কেল মানুষের অহেতুক কৌতূহল এবং দুষ্টু লোকের চোথা মুখ ভোতা করে ভুভুজেলার সুর স্বাগত জানাচ্ছে এক স্বপ্নময় নতুন জীবনের। মরে ভুত হওয়া রানী প্রথম এলিজাবেথের আশীর্বাদে সেই স্বপ্নময় পথের নতুন পথিক আমার মাকাল ফল পুতের জ্যেষ্ঠ পুত্র ভ্যাগাবন্ড প্রিন্স উইলিয়াম ও কিংস রোড নিবাসী মাইকেল মিডলটনের লাফাঙ্গা কন্যা কেট মিডলটন। এই পত্রখানি তাদের জীবনের নতুন এক মাঙ্গলিক চুক্তির বার্তাবাহক। যে চুক্তির মাধ্যমে তরুণ তার ব্যাচেলর ডিগ্রি হারায়, তরুণী মাস্টার্স ডিগ্রি লাভ করে।

উক্ত চুক্তি সম্পাদন করিয়া দীর্ঘদিন ধরে চলতে থাকা তাদের এই মেগা প্রেমের সফল পরিণতি শাদি মোবারক অনুষ্ঠানে আপনি সবান্ধবে অআমন্ত্রিত। কারণ আপনি এমনিতেই যথেষ্ট দৌড়ের উপর আছেন। নিমন্ত্রণ রক্ষা করিতে আসিয়া এই শুভ ক্ষণে আপনাকে নতুন করিয়া দাবড়ানি দিতে মন চাহিতেছে না। তবে দূর থেকে দূরদর্শনের মাধ্যমে এই মাঙ্গলিক মিলনোত্সব অবলোকন করিয়া নব দম্পতিকে সুখী দাম্পত্য জীবনের শুভাশীর্বাদ দানে বাধিত করবেন। কানা বর এবং বোবা বউ ছাড়াও যে সুখী দাম্পত্য জীবন সম্ভব তজ্জন্য এই বেকুব যুগল আপনার আশীর্বাদ প্রত্যাশি।

আপনার প্রীতির দৃষ্টিতে পত্র দ্বারা অনিমন্ত্রনজনিত ত্রুটি ক্ষেমা সুন্দর হোক এই কামনায়। নিবেদক রানী দ্বিতীয় এলিজাবেথ উইন্ডসর প্রাসাদ, লন্ডন। প্রাপক মুয়াম্মার গাদ্দাফি হোসনি মুবারক

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।