আমাদের কথা খুঁজে নিন

   

রাজকীয় সন্ধ্যা

ইমরোজ

জানতাম এমনটিই হবে এখানে আসলে, তোমার পায়ের নূপুরের শব্দ পাব, তুমি দেখা দিয়েও সরে যাবে আড়ালে... জানি এমনটিই হবে। ভোরের রোদ মাখা, আষাঢ়ের মেঘে ঢেকে ছাঁদের উপরে তোমার চুল, জানি এমনি পাগলপ্রায় হয়ে আমি ছুটে যাব, রাতে বিশাল বিছানার একপাশে জানি তোমার খোজে অজান্তেই হাতটা চলে যাবে, জানি ঘুমটা ভেঙ্গে যাবে, তোমার শব্দে শব্দে, আমি ঘুরে বেড়াব এইঘর থেকে ঐ ঘর আরও কতবার। জানি এমনটিই হবে, এই বাড়ির আমিও যে একজন ছিলাম, জন্মেছি বারংবার শুধু তোমাকে ছেড়ে যাইনি কোন দ্বারে শৃংখল কোন বন্দীশালায়। জানি এভাবেই দেয়ালে দেয়ালে তোমার ছায়া পড়বে, ঠিক রাতের মধ্যভাগে, যখন মোমের আলোয় দৃষ্টি ফেলব লেখার খাতায়, তুমি ছল করে চুরির শব্দে এগিয়ে যাবে বারান্দায়। এমনই কোন রাতের সাথে আমাদের পরিচয়... তুমি আমি সেই পরিচিত বারান্দায়...বাকি শহর আলো জ্বেলে সতর্ক। কলমের খোচা দিতে যাব যেই, তোমার হাসির শব্দে পেছন ফিরে তাকাব, বনেদি আলমারির পাশে সোনার বাক্স হাতে তুমি, বনেদি সাজঘরের আয়নায় কারুকাজ মন্ডিত তোমার চোখ। ফিরে দেখ আমি পেছনেই শত মোমবাতির আলোতে অসম্ভব দূরে নই। আমাকে ছুতে তুমি আসবেই, আমার লেখা নষ্ট করতে এভাবেই সঁন্ধ্যার বন্দরে এসে জাহাজ ভিড়বে, তুমি দৌড়ে যাবে উঠানে, বাগান থেকে দেখবে, পূর্নিমার চাঁদে চড়ে এমন করেই হবে, আমরা দুজন মিশে যাব প্রাণের প্রিয় কথায়, এমনটাই হবে জেনে পুরনো এই বাড়িটির দেয়ালে তোমায় স্পর্শ করি, তুমি আসবে বল? এমন রাতে আমার লেখা নষ্ট করে, আমার দৃষ্টি ফেরাতে?


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।