আমাদের কথা খুঁজে নিন

   

যুদ্ধাপরাধীদের বিচার চাই যে কোন মূল্যে

এক অসাম্প্রদায়িক উজ্জল বাংলাদেশের স্বপ্ন দেখি

অনেকেই ভাবেন যুদ্ধাপরাধীর বিচার এবং বিচারের দাবি এখন অপ্রাসংগীক। তাদের জন্য বলছি,দেশের অর্থনৈতিক পরিস্থিতির সাথে যুদ্ধাপরাধীদের বিচারের দাবি তুলনা করবেন না। একটি দেশ যখন চলে সেটির উন্নয়ন পরিক্রমা চলে সমান্তরা্লভাবে। অর্থনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক,পররাস্ট্রনৈতিক,রাজনৈতিক সবগুলো দিক ই চলে সমানভাবে নিজ নিজ গতিতে। তাই কেউ যদি মনে করে সরকার ঠিকমত বিদ্যুৎ দিতে পারছেনা, দ্রব্যমূল্য ঊর্ধগতিতে,এই সমস্যাগুলোর সমাধান না করে যুদ্ধাপরাধীদের নিয়ে এত ঘাটাঘাটি কেন করছে বা করবে,তাদের সে ভাবনা হবে অমূলক এবং মূর্খের মত।

তাদেরকে একটি বিষয় পরিস্কার করে বলে দিতে চাই,যুদ্ধাপরাধীদের বিচারের দাবি কোন অবকাশ যাপনকালীন কাজ নয় যে যখন দেশের কোন সমস্যা বা কাজ থাকবেনা তখন সরকার সেটার সমাধাণ করবে। কোন ব্যক্তির যদি শরীর ভাল থাকলেও মস্তিস্ক এবং হৃদয় কাজ না করে অর্থাৎ মানষিকভাবে সে যদি সুস্থ না হয় তাহলে তার কাজগুলো কতটা সঠিক হবে?যুদ্ধাপরাধীদের বিচার হল আমাদের দেশের মানষিক সমস্যা আর অন্যান্য সমস্যা যেমন বিদ্যুৎ ঘাটতি,দ্রব্যমূল্যের ঊর্ধগতি ইত্যাদি হল শারীরিক সমস্যা। তাই যুদ্ধাপরাধীদের বিচার আমার,আমাদের, প্রতিটি বাঙালীর শিকড়গত,আত্মসম্মানের জায়গা। এটি আমাদের রাজনৈতিক,সামাজিক এবং জাতিগত সমস্যা যার সমাধান জরুরী এখনই। আমাদের সাংস্কৃতিক সংগঠনের সংগঠক নেতৃবৃন্দ বুদ্ধিজীবীরা কেন যে শুধুমাত্র আনুষ্ঠানিক সাংস্কৃতিক সভা-সেমিনার বক্তৃতা-সমাবেশে,নাটক-গান আর আবৃত্তিতে যুদ্ধাপরাধীদের বিচার চেয়েই শান্ত থাকতে চাইছেন সে বিষয়টি বোধগম্যতার বাহিরে চলে যাচ্ছে ক্রমেই..।

কেন নয় দুর্বার গণ-আন্দোল কেন নয় সর্বাত্মক গণ-অভ্যুত্থান? এই সরকার মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি। তাই নয় কী? কিন্তু ভুলে গেলে চলবে না পূর্ববর্তী সময়ে এই সরকার নিশ্চই মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি ছিলোনা। তবে??? এরা যেমন অতীতে বিচারটিকে নিয়ে টালবাহানা করেছে নিজেদের স্বার্থে, নিজেদের স্বার্থে এবারও বিচার প্রক্রিয়াটিকে নির্বাচনি ইশ্যু বানিয়ে ফেলতে এদের বাধবেনা এতটুকুও; অতীত তাই বলে! তাই আর নয় অনুনয় বিনয়, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির দোহাই আর নয় তদন্তের নামে কালক্ষ্যপন। প্রত্যক্ষ সমর্থন চাই ব্যক্তি-ব্যাক্তিত্ব, সংগঠন-সংগঠক,সংস্কৃতিকর্মী-সংস্কৃতিসেবী, আবৃত্তিকার-নাট্যকার, শিল্পী-পারফরমার,শ্রমজীবী -বুদ্ধীজীবি এবং ছাত্র-জনতাসহ সকল শ্রেনীর মানুষের। আসুন সবাই মিলে রাজপথে নামি দুর্জয় গণ-আন্দোলন.... সকল চিণ্হিত যুদ্ধাপরাধীদের বিচার অবিলম্বে কর্যকর করতে হবে যে কোন মূল্যে; প্রয়োজনে যুদ্ধ হবে আবারো, আবারো রক্তে উর্বর হবে প্রিয় স্বদেশের মাটি।

আমরা প্রস্তুত যে কোন পরিস্থিতির মোকাবেলায়, হোক তা সাম্রাজ্যবাদ- মৌলবাদ- জঙ্গীবাদ কিংবা আরো কিছু....!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.