ভালোবাসা হচ্ছে নকআউট সিরিজ
ইব্রাহীম খলিল
ঘৃনার নিউট্রন
তোমার কৃষ্ণগহ্বর থেকে-
হয়তো, ভুলে নিক্ষিপ্ত ঘৃনার নিউট্রন-
দুমরে-মুচরে দিয়েছে, আমার আমি দেশের ছোট্ট বদ্বীপ।
অভিমানের ঝর্না আজ ইতিহাস-
মন পর্বতের অস্তিত্বহীনতায়,
সবুজ-সবুজ লোম য্যানো-
যুদ্ধে আহত কুকুরের শরীর।
বাসরের গালিচা আঁকা,
লালসিক্ত তুলির আলপনা-
হয়ে যাচ্ছে, শুধুই ব্লু-ব্লু অর্কিড।
কাফনের কাপড়েরা প্রস্তুত-গোসলের অপেক্ষায়,
বরফে মোড়া ফোঁটারা অপেক্ষায়-একটু উষ্ণতায়,
আর আমি দাঁড়ায়ে আছি-
একটি আফসোস-একটি ক্ষমায়…
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।