আমাদের কথা খুঁজে নিন

   

আইলো গরম লাগলো চিন্তা কারেন্টের জালা ,, ভাই ক্যামনে বাঁচন যায় !!!!! ( একটি আগাম সচেতনতামূলক পোস্ট )

ছন্নছাড়া বাঁধনহারা দস্যি একটা ছেলে ,, দিবানিশি ক্যামেরা চালায় আহার নিদ্রা ফেলে :) :)

( ইহা ফ্যামিলির কর্তা ব্যাক্তি ও গৃহিনীদের জন্য অবশ্যই পাঠ্য একটি পোস্ট ,, কিন্তু না পড়লে যে ভূল করবেন ,, তার জন্য লেখক পরে কোন ভাবেই দায়ী থাকবেন না ) শীত বসন্ত পার হয়ে আবার গরম কাল চলে এসেছে ,,, বর্ষার অঝর ধারা এখনও তেমন শুরু না হলেও ,, যতটুকু হয়েছে বা হচ্ছে তাতেই মোটামুটি গরমের হাত থেকে কিঞ্চিৎ রেহায় পাওয়া গেলেও কারেন্ট বা বিদ্যুতের অভাবে সামনে এবারও না জানি কত ভোগান্তি সামলাতে হবে আমাদের ... পোস্ট এর মূল বিষয় গরম কালের এই অমূল্য ধন লোডসেডিং এর ফলে সৃষ্ট নানা রকম জটিলতা নিয়ে এবং তা মোকাবেলা করার জন্য করণীয় কিছু ছোট্ট বিষয় নিয়ে ,,, অবশ্য বিষয়গুলো আপনারা সবাই জানেন তবুও একটু সরণ করিয়ে দিচ্ছি ,,,,,,,, প্রথমে কিছু উপকরণের নাম : মোমবাতি ,হাত পাখা , মশার কয়েল , বালতি , বড় ড্রাম , মাটির কলস , পানির বোতল, দিয়াশলাই , দড়ি , বাঁশ , ছাতা , টুপি , হ্যাট , সান স্কিন ক্রিম , আরও অনেক কিছু ..এই সামগ্রীগুলো পাশের দোকান থেকে কিনে নিবেন ,, অবশ্য চাইলে বৌ কে সাথে নিয়ে কোন শপিং মল থেকেও কিনে আনতে পারেন ...। নিচে এগুলোর ব্যবহারবিধি আলোচনা করা হলো ,,,,,,, সমস্যা ০১ : লোডশেডিং বা কারেন্ট না থাকা মুহুর্তে আপনার প্রাণ প্রিয় স্ত্রী ও সন্তানের গরম লাগছে এবং তারা অন্ধকারে কিছু দেখতে পারছে না ..... সমাধান : তখন দেরি না করে সুন্দর দেখে মোমবাতি রাখার জন্য একটা পাত্র বা স্ট্যান্ড বানিয়ে নিন ঘরের লাইটের বাল্ব খুলে ..। কারণ আজ আর কারেন্ট নাও আসতে পারে তারপর এমন সুন্দর একটা হাত পাখা নিয়ে বাতাস করতে বসে যান প্রিয়তমা স্ত্রী ও আপনার সন্তানকে তাহলে এই অতিষ্ঠ গরমের ভিতরেও ফ্যামিলির দিক থেকে একটু তুষ্ট থাকতে পারবেন আর তার আগে অবশ্যই মাশার কয়েল ধরিয়ে নিবেন ..। সমস্যা ০২ : অনেক বাড়ির ভাড়াটিয়া চরম পর্যায়ের কিপটা ,, টাকা পয়সার দুই পিটই চাটেন , তাই বাসার ভাড়াটিয়াদের জন্য অনেক সময় জেনারেটর এর ব্যবস্থা না করায় এবং দীর্ঘ সময় বিদ্যুতের অভাবে ওয়াসা থেকে পানি সাপ্লাই দিতে না পারায় পানির সমস্যার সৃষ্টি হয় ,,তখন নিজে বা বাসার কাজের লোক পাঠিয়ে অনেকেই দুর দুরান্তে গিয়ে এভাবে পানির জন্য লাইন দেয় ..। অনেক সময় পানি পাওয়া যায় আবার নিয়ে আসার পথে মাঝে মাঝে ছিনতাইও হয়ে যায় .....।

এমন সময় করণীয় কি ??? সমাধান : এই সমস্যা থেকে বাঁচতে এমন একটি বালতি কিনে নিবেন । এবার এই বালতি দড়ি দিয়ে বাঁশের সাথে বেঁধে এভাবে পানি নিয়ে আসতে পারেন ...। আর একটু সুবিধার জন্য এইটা দেখুন বাসায় ফিরে খাবার পানি বড় ড্রামে সংরক্ষন করুন । আর পানি নিয়ে ফেরার পথে অবশ্যই মালিকের রুমের সামনে একটু পানি ফেলে রেখে আসবেন সমস্যা ০৩ : ফ্রিজে রাখা জিনিস বা খাবার ,, বা মাছ মাংস পচে যাচ্ছে .। যার কারণে অফিস থেকে ফিরে বা অফিসে যাওয়ার আগে বৌ হাতে ধরিয়ে দিচ্ছে ব্যাগ ,,, আহ্!! এত কষ্ট জীবন নষ্ট ...... সমাধান : আরে নো টেনশন ,,,,, এধরণের ছোট ছোট বোতলে পানি ভরে আপনার ফ্রিজের ডিপে রেখে দিন ,,, বোতলের পানি জমে এমন বরফের আকার ধারণ করবে ,, তখন কারেন্ট দীর্ঘক্ষণ না আসলেও সমস্যা নেই ..।

এই বরফ হয়ে যাওয়া পানিই আপনাকে বাঁচাবে ফ্রিজের খাদ্যের পচন ঠেকাতে আবার এই পানি পরে বদলানোর জন্য খাওয়া বা গোসলের সময় ট্যাংকির গরম পানির সাথেও মিশিয়ে নিতে পারেন । সমস্যা ০৪ : খাবার পানি ,,,, আছে কিন্তু গরম ,,, পান করতে গেলে মেজাজ বিলা হয়ে যায় ...। বৌ এর সাথে মাঝে মাঝে যুদ্ধও বেধে যায় সমাধান : কারেন্ট নেই ফ্রিজ বন্ধ তাতে কি হয়েছে .। এই নিন সমাধান ,,,,,, এধরণের একটা মাটির কলস কিনে আনুন । তারপর তাতে রাতে পানি ভরে মেঝেতে রেখে ঢেকে রাখুন ,,,,,,।

তারপর নিশ্চিন্তে সকালে দুপুরে বা রাতে পান করুন আর স্ত্রীর সাথে এমন গুড রিলেশন বজায় রাখুন । সমস্যা ০৫ : প্রখর রৌদ্দুরে টাক মাথা বা বিউটি কুইন বাইরে যেতে ভয় পাচ্ছেন ..। টাক পাতা তেতে যাওয়ার ভয় আর বিউটি কুইন এর সান বার্নের ভয় ...। সমাধান : এটা কোন সমস্যাই না । এই নেন সবার জন্য সমাধান ।

ছাতা মাথাই দিয়ে বের হলে আর রোদ লাগবে না । টাকেও আর সমস্যা হবে না এই ক্যাপ মাথায় দিলে ভাবও বাইড়া যাইবো ,, ফ্যাশান সাথে এইটাও পরবার পারেন ,, তাতে টাকও রক্ষা পেল ,, ফ্যাশানও হলো .. আর বিউটি কুইনদের জন্য ... এইটা .....রোদে বেরুনোর আগে ভাল করে ঘসে ঘসে সারা গায়ে মুখে মাখতে হবে ,,, তাইলে কি হইবো তা আপনেরাই ভাল জানেন । গরম কাল চলে এসেছে ,,, তাই বেশি বেশি ফলমূল খান ,,, পানি খান ,, মেজাজ ঠান্ডা করুন ,,, টাক মাথা ঢেকে রাখুন ..... আর লিখতে ইচ্ছে করছে না ... আজ এই পর্যন্তই ,,,, পরে আবার নতুন কিছু নিয়ে দেখা হবে (সামথিং হট ) ধন্যবাদ সবাইকে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।