আমাদের কথা খুঁজে নিন

   

আইলো রে আইলো আবার আইলো ডিজিটাল বাংলাদেশে



লোড শেডিং চলতি মৌসুমে রেকর্ড পরিমাণ বিদ্যুৎ ঘাটতির আশংকা। লোডশেডিংর মাত্রাও বেড়ে যাবে বলে ভাবা হচ্ছে। ঘাটতির পরিমান অর্ধেক। ফলে লোডশেডিং এর মাত্রা বাড়ছে। ভোগান্তিতে পড়ছে গ্রাহক।

সেই সাথে নানা শিল্প প্রতিষ্ঠানে উৎপাদনে বিপর্যয় নেমে আসছে। ভাইয়েরা এখানো বলা হয়েছে যে শিল্প প্রতিষ্ঠান বিপর্যয় এটা কি সত্যি............? লোডশিডিংয়ে বিপর্যয় হচ্ছে মধ্য বিত্ত লোক। যারা উচ্চ বিত্ত তাদের প্রতিটি ঘরে আছে জেনারেটর, আইপিএস কিন্তু মধ্য বিত্তর ঘরে কি আছে। না নেই। আপনি সারা দিন পরিশ্রম করে ঘরে ঢুকে যদি দেখেন বিদু্ৎ নেই।

তখন কেমন লাগে.......। আর গভীর ঘুমে থাকা অবস্থায় যদি বিদুৎ চলে যায় তাহলে............। এটা বুঝে উচ্চ বিত্ত লোকগুলো। এটা শিল্প প্রতিস্ঠানের বিপর্যয় নয় বরং মধ্য বিত্তদের বিপর্যয় তাদের ঘুম হারামের বিপর্যয়। এটা সরকারের ব্যর্থতা।

কারন তারা যদি বিদুৎ উৎপাদন না করতে পারে তাহলে তারা কিসের সরকার। অযথা কোটি কোটি টাকা খরচ করে কিন্তু এদিকে তাদের কোন পদক্ষেপ নেই। তাই সামনে ভয়াবহ লোডশেডিং-এর আশংকা। সরকারের ডায়লগ ঃ তাই অাপনাদের যার যা কিছু আছে তাই নিয়ে তৈরী হন। লোডশেডিং দিয়েছে আরও দিবো।

তবু মধ্য বিত্তদের শান্তিতে থাকতে, ঘুমাতে দিব না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।