আমাদের কথা খুঁজে নিন

   

দেয়াল (কবিতা)

ভালবাসতে চাই, আশাহত হলেও আবারও ভালবাসার স্বপ্ন দেখি....

আচ্ছা, তোমার মনটা কি খুব উঁচু এক দেয়াল দিয়ে ঘেরা অনেক বড় দূ্র্গের মত? জানো, আমি না হাতরে খুঁজি তোমার ঐ দূর্ভেদ্য দূর্গে ঢোকার পথ.. কত যে ভুল পথে গিয়েছি, কত যে হোঁচট খেয়েছি... আচ্ছা, তখন কি তুমি দূর্গের ভেতর বসে আমাকে দেখতে, আর মিটিমিটি হাসতে? আর মনে মনে বলতে, "হতভাগী, তুই যে আমার দূর্গ চিনেছিস,এই তো বেশি আবার ঢুকতে চাস কোন সাহসে?" আমি জানি, তোমার ঐ মনের দূর্গে বাস করে অন্য কেউ হয়তো এক পুরানো ভালবাসার কবর যা পঁচে দূর্গণ্ধ হয়েছে, তাই তোমার ভাল লাগে? লাগুক, তুমি ঐ উঁচু দূর্গেই থাক যখন তুমি দূর্গের বাইরে আসবে তখন দেখবে তোমার জন্য অপেক্ষা করছে আরেকটি ভালবাসার পঁচা লাশ...।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।