>>>বৈশাখের ঐ রুদ্র ঝড়ে আকাশ যখন ভেঙ্গে পড়ে, ছেঁড়া পাল আরও ছিঁড়ে যায়...<<<
শুরু হলো পথচলা। differentnewsbd.blogspot.com নামে পরীক্ষামূলকভাবে আত্মপ্রকাশ ঘটলো একটি ব্যতিক্রমধর্মী সাইটের। এই সাইটের উদ্দেশ্য, মূলত ব্যতিক্রমধর্মী সংবাদের সংকলন। কখনো সরাসরি সংবাদ প্রকাশ অথবা সংগৃহীত সংবাদ প্রকাশ। কখনও ব্যতিক্রমধর্মী আবার কখনও ব্যতিক্রমধর্মী না অথচ অকটু অন্যরকম সংবাদ কিংবা সরাসরি সংবাদও প্রকাশ হতে পারে।
তবে এ ক্ষেত্রে পাঠকদের অংশগ্রহণ নিঃসন্দেহে একটি বড় ব্যাপার। পাঠকদের উৎসাহ সব সময়ই প্রেরণামূলক ও সর্বোপরি একটি শক্তি।
প্রসঙ্গত আবারো বলা হচ্ছে, এটি কোন সংবাদ/খবর-এর পূর্ণাঙ্গ সাইট নয় । তবে এখানে অনেক তথ্য তথা সংবাদই শেয়ার করা হবে। এখন হয়ত বেশীরভাগই সংগৃহীত থাকবে।
তবে, কোন এক সময় হয়ত বিস্তার লাভ করলেও করতে পারে! এই সাইটে সংবাদ সংকলনের পাশাপাশি থাকছে___
> ভোটিং ব্যবস্থা অর্থাৎ ভোটের মাধ্যমে মন্তব্য সংগ্রহ
> শুধুমাত্র এই সাইটে সার্চের জন্য আলাদা ট্যাব এবং সরাসরি গুগলে সার্চের জন্য আলাদা ট্যাব (এই ট্যাবে সার্চ দিয়ে আপনি এই সাইটে থেকেই সরাসরি গুগলের ফলাফল পাবেন)
> এই সাইটে গত সাত দিনের সেরা পাঁচ সংবাদ সংকলন
> সংরক্ষণাগার
> বিশেষ আকর্ষণঃ আপনি যদি এই সাইটের কার্যক্রম পছন্দ করে থাকেন এবং এই সাইটের আপডেট নিয়মিত পেতে চান, তবে সেজন্যও ব্যবস্থা আছে। “ই-মেইল সাবস্ক্রাইব করুন (আপডেট সরাসরি আপনার ই-মেইলে চলে যাবে)” ট্যাবটি আপনি এ জন্য ব্যবহার করতে পারেন।
> রয়েছে মন্তব্য করার সুযোগ
>>> এ ছাড়াও সম্প্রতি আরো নতুন নতুন চমক অপেক্ষা করছে আপনাদের জন্য...
সর্বোপরি, আপনাদেরই সহযোগিতায় এগিয়ে যাওয়ার প্রত্যাশা বহুদূর। সহযোগিতা যে কোন ভাবেই করতে পারেন, এমনকি সংবাদ প্রেরণ করেও সহযোগিতা করতে পারেন... নিম্ন বর্ণিত ই-মেইল ঠিকানায় যে কোন ধরণের মতামত, খবর, উপদেশ, পরামর্শ, প্রভৃতি প্রাপ্তির আশায় থাকলাম...
ধন্যবাদ।
Admin
differentnewsbd.blogspot.com
E-mail :
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।