আহসান জামান
বোধে ওড়ে পাপের আকুতি;
গোপনে ঢেকে রাখি আহত পালক-পাখি।
যাকিছু দিয়েছি তোমার
রেখেছি তার ঢের আমার ভিতর।
নেভালে আগুন;
থেকে যায় তার পোড়া দাগ।
বাড়ালে দু'হাত তুমি
আমি পড়ি কৃষ্ণের পদাবলী।
যেখানে রাখি হাত
জেগে ওঠে খরার চন্দ্রাবতী।
ছুঁয়েছি সবুজবন, আগুন হাহাকার।
তোমারও তৃষ্ণা ছিলো
আমিতো ক্ষুধাখোর।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।