আমাদের কথা খুঁজে নিন

   

অলৌকিক বোধে বধির(কাব্যগ্রন্থ: পতন ও প্রার্থনা)



সুমন প্রবাহন স্থবির হয়ে আছি আশ্চর্য জহুরী অলৌকিক বোধে বধির স্থির বৃত্তাকার আলো যে বোধবুদ্ধির অগম্য। কেউ নেই একা একক মহাবিশ্বে আপন গ্যালাক্সির অখ্যাত পাড়ায়। এমন ভিখারী অর্থ করে না ধনী বুদ্ধির বাঁকা হাটে হৃদয়ে ধারালো মন্দা আর এমন ভাটিতে শুকিয়ে যায় এমনকি নালা-ডোবা। কেঁচো খুঁড়তে সাপ-এমন লোকসত্যে যেন দুমড়ানো ঝোড়ো টিন। তবু শিশু হাসতে খেলতে মুঠোয় নিতে জানে সাপের ফণা। কোন মন্ত্র নেই, ওষুধ নেই, নেই কোন যাদু কয়েক টুকরো আগুন কেমন নাচায় দেখো গোটা কবরের সবুজ গোলক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।