আমাদের কথা খুঁজে নিন

   

নষ্ট কোকিল

আমি একজন শ্বার্থপর পিপু-ফিসু। আমার কথায় কারো উন্নোতিও হবে না অবনোতিও হবে না। তবু বলি যখন চোখ খুলি।

ঘরে আমার আন্ধার আইছে পিরিতে আমার আগুন লাগছে হেই আগুনে পুইররা মরি ডাইনী বুড়ি হাইসসা মরে দুকখ আমার আমিই বুঝি তর তাতে কি কান্দারে বইসসা আছোছ আন্ধারে। যা-রে তুই আকাশ পানে একলা থাকুম মাটির তলে তর তাতে কি কান্দারে বইসসা আছোছ আন্ধারে। কপাল পোরা জীবন আমার বানের জলে ভাসতেআছি কুল নাই কিনার নাই একলা আমি কোথায় যাই ? আমার সাথে মিলবি তুই ভাইব্বা কষ্টে, হাসি পায় চাল নাই চুলা নাই পড়ার মত কাফুরও নাই। তাও আবার হাত ধরছ সাহস কত পায়ে পরছ! তুই কি জানছ কষ্ট আমার জীবন পুরাই নষ্ট আমার একলা কান্দি একলা হাসি একলা রান্দি একলাই ঠুশি! একলাই আমার জীবনভর একলাই আমার মরন পর তর তাতে কি কান্দারে বইসসা আছোছ আন্ধারে। -- রুদ্রশিহাব

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.