আমাদের কথা খুঁজে নিন

   

বাইবেল ও লুসিফার



সংবিধান আজ নতুন বাইবেল। গনতন্ত্রের ঝান্ডায় নতুন বাইবেলের সুরে যখন লুসিফারের দল কথা বলে, আর আর্তের লাশ খুবলে খুবলে খায় শেয়াল-শকুনেরা, ধেয়ে আসা আঁধারের মাঝে তখন কেবল হাহাকার আর আর্তচিৎকার। শেষ আলোকবিন্দুটা হারানোর আগে কেউ হয়তো তখনও স্বপ্ন দেখে। তবে সেই স্বপ্নও যখন আঁধারে হারায়, আপন অস্তিত্ত্বও বিলীন হয়ে যায়। পিছে পড়ে থাকে শুধু দেহগুলো, ধুলোয় মলিন, নিস্তেজ, নিরুত্তাপ।

তবু যন্ত্রের মতো তারা পরিচালিত হয় লুসিফারের ইশারায়। নতুন বাইবেল তাও নতুন স্বপ্ন দেখায়। প্রতিটি জন্ম ডেকে আনে আরও একটি মৃত্যুকে, আর আয়তনে বড় হয় স্বপ্নের গোরস্থান। চিতার আগুনে নিঃশেষিত হয় অসংখ্য দীর্ঘশ্বাস, আর লেলিহান স্ফুলিংগে নেচে বেড়ায় নব্য লুসিফারেরা। আজ তাই নতুন কোন বাইবেল চাই না, লুসিফারের নৃত্য চাই না আমাদের ঘিরে।

চাই লুসিফারমুক্ত নতুন স্বপ্নদ্রষ্টা, আমাদের মতো কেউ, আমাদেরই একজন। সে মঞ্চে আসুক বাইবেল হাতে, বাকসর্বস্ব প্রতারণা থেকে মুক্ত হোক কর্মোদ্যম স্বপ্নধারা। (কবিতাটির মূল লিঙ্কঃ http://www.bokolom.com/post/2011/04/25/bible-o-lucifer.aspx )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.