আমাদের কথা খুঁজে নিন

   

রেখে দিও নাহয় আমায় মনের ছোট্ট কোনায়

Ho love of mine.. with a song and a wine.. You’re harsh and divine.. like truths and a lie..

হয়ে যেন যেতে পারি পায়েরও মাটি ছুঁতে যেন পারি ওই চরণ দুটি । হয়ে যেন যেতে পারি হিম বাতাস ছুঁয়ে যেন যেতে পারি কানের দু পাশ । হয়ে যেন যেতে পারি রোদেলা রোদ্দুর থাকতে যেন পারি তুমি যাও যতদূর । হয়ে যেন যেতে পারি ওই ঠাণ্ডা হাওয়া শুনতে যেন পারি তুমার যত গান গাওয়া । ক্ষয়ে যেন যেতে পারি শীতেরও পাতায় থাকতে যেন পারি ওই মনেরও খাতায় । ফুঁটি যেন আবার আমি বসন্তের মত মুছে দিয়ে যেও তুমি সকলও ক্ষত । হয়ে যেন যাই আমি স্বচ্ছলও পানি দেখতে যেন পারি ওই হাসিমুখ-খানি । হয়ে যেন যেতে পারি তুমার হাতের বালা থাকতে যেন পারি হয়ে গলারও মালা । তুমি যেন কখনও ভুলনা আমায় রেখে দিও নাহয় আমায় মনের ছোট্ট কোনায় ! © nil sagor

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.