কোন একদিন.. এদেশের আকাশে... কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই ... খোদায়ী বিধান পেয়ে দু:খ বেদনা ভুলবে..
রমজানে প্রায়ই দুপুর বেলা কিংবা বিকেলে প্রচন্ড ক্লান্তি আর তৃষ্ণা নিয়ে বাসায় ফেরা হয়। চাইলেই ফ্রিজ খুলে ঠান্ডা পানি ঢক ঢক করে গলায় ঢেলে দেয়া যায়। অথচ তা করছিনা। ক্ষিদে লেগেছে অনেক, কিন্তু কিছুই খাচ্ছিনা। ক্ষুধা আর তৃষ্ণা সারাক্ষনই অনুভব করতে পারছি, কিন্তু তা মেটানোর কোন চেষ্টা করতে পারছিনা।
লূকিয়েও না।
আল্লাহভীতিকে অনুশীলন করার জন্য দারুন একসময় হলো রমজান। এমাসে রোজা রেখে না চাইলেও সারাক্ষনই আল্লাহকে অনুভব করা যায়। প্রতি রমজানের মত এ রমজানেও এ অনুভূতি অর্জনের প্রশিক্ষন নিচ্ছি।
রোযা রেখে আমি যা শিখলাম:
১. আল্লাহ ভীতি।
২. লোভ সংবরন।
৩. ভারসাম্যপুর্ন খাদ্য গ্রহন প্রক্রিয়া।
৪. অযথা বেশি কথা না বলা।
৫. অযথা দৌড়াদৌড়ি না করা।
৬. অপ্রয়োজনে কোথাও না যাওয়া।
ইত্যাদি।
ভাই ও বোনেরা আপনারা কি কি শিখলেন?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।