আমাদের কথা খুঁজে নিন

   

হ্যাপী ব্লকিং!!


কথায় আছে না পাপ ছারে না বাপেরে! অনেক আগে ছোট খাটো পাপ করেছিলাম তার মূল্য বেশ চড়া দিতে হচ্ছে। বেশ কয়েক বছর আগের কথা প্রেমে হাবুডুবু খাচ্ছিলাম, সামনে আমার জন্মদিন কত প্লান, পরাণ পাখিটারে নিয়ে কত্ত কত্ত ঘুরবো খাবো! মাস দুয়েক আগে তার জন্মদিন পালন করলাম ঘটা করে। নকিয়ার লেটেস্ট মোবাইল গিফট্ করলাম, ডার্লি আমার গদগদ। গত দুই দিন ধরে তার ঝগড়া ঝাটি মনোভাব, গায়ে পরে ঝগড়া করছিলো। কতক্ষন সহ্য করা যায় আমিও..ব্যস কথা বন্ধ যোগাযোগহীন।

আজ জন্মদিন ফ্যামিলী ও বন্ধুরা উইস করছে। ওনার খবর নেই নো মেসেজ নো ফোন। আমিও জিদ ধরলাম এবার জন্মদিনটা না হয় অন্য কোথাও পালন করবো। ব্যস যে কথা সেই কাজ। পুরান ঢাকায় আমার এক দুঃসর্ম্পকের কাজিন আমাকে পছন্দ করে সে গতকাল থেকে ফোন দিচ্ছে জন্মদিনের আপডেট জানতে চাচ্ছে।

আমার জন্মদিন এর তারিখ সে নাকি অনেক কষ্ট করে জোগাড় করেছে! আমি সম্মতি দিলাম তোমাদের বাসায়ই এবারের জন্মদিনটা...। আমি কেক নিয়ে হাজির আন্টির সাথে কুশল বিনিময় হলো। ফাকে কাজিন রুমে ডেকে নিল। নির্জন রুম শুধু দুজন। দুজনের চোখাচোখি হলো, চোখ যে তার অনেক কথাই বলল! ব্রেক আপের ফাকে বেশ কদিন রিকশায় ঘোরাঘুরি।

সপ্তাহে একবার ফোন, মাঝে মাঝে ধরতাম। আবার রিলেশন এ ঠিক হয়ে গেল। কাজিন মাসে একবার ফোন দেয়া শুরু করলো। একদিন খুলে বললাম আমি একজনকে ভালোবাসি, খুব কাদলো এ কথা শুনে। আবার ব্রেক আপ করলো আমার প্রেমীকা মহোদয়া! হয়ত কাউয়ার কানে খবর পেয়েছে আমার কাজিন , শুরু হলো যন্ত্রনা! সকাল, বিকাল, রাত্র যখন তখন ফোন।

আমাকে বিয়ে করতে চায়। আমি বিয়ে না করলে সুইসাইট খাবে! বাসায় উঠে পরার হুমকি! ফেসবুক থেকে আমার ছবি ডাউনলোড করে সবাইকে দেখায় দেখ আমার বর! জিডি করবো ভাবছিলাম আবার পুলিশে না জানি উল্টা আমারেই দোষ দেয়। যাকেই এ দুঃসহ ডির্স্টাবিং এর ঘটনা বলি সেই সন্দেহ করে একটা মেয়ে এতকিছু করে নিশ্চই তুই কোন চান্স দিছিস! নাহ গতকাল অবশেষে দিলাম দুটো মোবাইল থেকে কল ব্লক করে! আরো নয় জন করতে পারবো! ইসস্ মাসে মাসে বেশ কিছু টাকা কাটা......
 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।