আমি আছি এখন হাডসন নদীর এইপারে। আর ঐপারে হইলো গিয়া ম্যানহ্যাটান, টাইম স্কয়ার। জিরো আওয়ারে ওখানে বিশাল গ্যাদারীং হয়। প্ল্যান ছিল জিরো আওয়ারে ওখানে যামু, কিন্তু মনে হয় যাওয়া হবে না। চরম বাজে ওয়েদার, তুষারপাত, আর বাতাস তো মনে হয় ডাইরেক্ট উত্তরমেরু থেকেই আসতেছে।
কি যে করি। টাইম স্কয়ারের জিরো আওয়ার মিস হইলে হইতেও পারে কিন্তু মাগার ব্লগের হ্যাপী নিউইয়ার তো চলতেই আছে।
প্রথমে ভাবলাম যে সবার ব্লগে ব্লগে গিয়া জানাইয়া আসি। কিন্তু ২০-২৫ জনের ব্লগে গিয়া জানানোর পর টায়ার্ড হইয়া ভাবলাম একটা পোস্ট দিলেই তো হয়। এখানে তো সারা পৃথিবী থেকেই লগইন হয়, তো এখানে জিরো আওয়ার চলবে পুরা ২৪ ঘন্টা।
লেটস সেলিব্রেট।
হ্যাপী নিউ ইয়ার ২০০৯। হিপ হিপ হুররে।
এইটা বলার লগে লগে আমার মনটা খারাপ হয়ে গেলো। আরেকটা বছর চলে গেলো খরচের খাতায়? খসে গলো, ঝরে গেলো।
হুমমম....বছরগুলা সব দ্রুত চলে যায়।
আসে নতুন বছর, পৃথিবী জুড়েই খালি যাওয়া আসার খেলা।
আমরা সেই যাওয়া আসার ছকে পড়ে খালি খাবি খাই। কি গেলো কি আসলো। কোনদিন যে টেকনোলজী আসবে সেইরকম যে ইচ্ছা করলে সময়কে পয করা যাবে, রিউইন্ড করা যাবে, রিপ্লে করা যাবে।
ঢাকায় বন্ধুরা মিলে গুলশান চলে যেতাম নিউইয়ার সেলিব্রেট করতে। কত কাহিনী হইতো সেসব সময়। সব মনে পড়তাছে। সেই গাড়ি নিয়ে রাতে ঘুরাঘুরি। মোর্রা, আর চকলেট বোম জোগাড় করে লাইট ওয়ার্কসের চেস্টা।
আর ড্রাংক হয়ে লোকজনের মাতলামীর কথা, ওয়াও, একজন একবার দেখলাম এক আটি রজনীগন্ধার স্টিক কিনেছে, তো আমি গিয়া বল্লাম যে ভাই হ্যাপী নিউইয়ার, আমাকে একটা স্টিক দিবেন? ঐ লোক কয় হ্যাফি নিউইয়ার, হ্যাফি নিইয়ার, কিযে কন, এই লন সব গুলাই আপনেরে দিয়া দিলাম, আপনে আমার ভাই না? পুরা মাতাল ছিলো ঐ লোক তখন, হে হে হে।
যাউকগা, এখনতো আর সেইদিন নাই। এই হ্যাপী নিউইয়ার আইসা সব কাইরা নেয়রে ভাই। যদিও পুরা ব্রান্ড নিউ একটা বছর উপহার দেয় একেবারে প্যাকেট করা গিফটের মত। এই প্যাকেটও আবার একবারে খুলার উপায় নাই যে খুইলা বুঝমু যে নতুন গিফট কেমন, কি রঙের, গন্ধ কেমন, ভালো না খারাপ।
এইটা সারা বছর ধরে খুলতে হয় একটু একটু করে। প্রতিদিন একটা প্যাকেট খুলে দেখি ভিতরে আরেক প্যাকেট। এমনে ৩৬৫টা প্যাকেট খুলার পর দেখুম যে আরেক গিফট হাজির, আগেরটার কোন খবর নাই। আজিব!!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।