আমাদের কথা খুঁজে নিন

   

"এক'শো বছর আগের কবি-সাহিত্যিক"



বৈজ্ঞানিক জগদীশচন্দ্র বসু : রবীন্দ্র যুগের দু'জন খ্যাতনামা লেখাকের নাম শ্রদ্ধার সাথে স্মরন করা যায়। দু'জনের এক জন, জদীশচন্দ্র বসু, অন্য জন, রামেরন্দ্র সুন্দর ত্রিবেদি। যাঁদের বৈজ্ঞানিক বিষয় সংক্রান্ত গদ্য রচনাও সাহিত্যের মর্জাদা লাভ করেছে। এঁদের এক জন বৈজ্ঞানিক জগদীশচন্দ্র বসু। ।

তাঁর জন্ম ১৮৫৩ সালে বাংলা দেশের'র বিক্রমে। "Response of the Living & Non Living" নামক বইটি লিখে তিনি বিশ্বজোড়া খ্যাতি অর্জন করেন। "জড়ো ও চেতন" জগৎ সম্বন্‌ধে তাঁর সাধনা ও প্রাপ্তি তিনি বইটিতে লিপি বদ্ধ করেন। এরই প্রতিরুপ দেখা যায় তাঁর "অব্যাক্ত" নামক বাংলা গ্রন্হে। ।

১৯৩৭ সালে এই বাঙালী বৈজ্ঞানিকের মৃত্যু বরন করেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.