[/sb
পরশুরাম :
১৮৮০ সালে তাঁর জন্ম। তাঁর আসল নাম, রাজশেখর বসু।
কর্ম জীবনে তনি ছিলেন রসায়নবিদ্। বেঙ্গল ক্যামিক্যাল ওয়ার্কসের পরিচালক।
প্রথম জীবনে সাহিত্যের সঙ্গে সর্ম্প্ক ছিল না।
বেয়াল্লিশ বছর বয়সে,"শ্রী শ্রী সিদ্ধেশ্ব্ররী লিমিটেড"রচনার দ্বারা হঠাৎ
খ্যাতি অর্জন করেন। সে খ্যাতি উত্তরোত্তর বৃদ্ধি পায়। ব্যাঙ্গ রচনায় যেমন,
পান্ডিত্যপূ্র্ণ রচনাতেও তেমনি সিদ্ধহস্ত ছিলেন। ১৯৬০ সালে দেহ ত্যাগ করেন।
তাঁর উল্লাখযোগ্য গ্রন্হ গুলি,
গড্ডলিকা, হনুমানের স্বপ্ন, লঘু-গুরু, চমৎকুমারী প্রভৃতি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।