সংগ্রাম চলছে...চলবেই
মুখর বিকেল, ক্লান্ত এখন; রাতের এই নির্জনে
পথে রাজপথে, ভবঘুরে হয়ে; ঘুরি আমি বোকা বনে-
আকাশের যত, অবাক তারাকে, একটাই প্রশ্ন করি;
ভালবাসা আর প্রেম কি শুধু মিথ্যে কথার ছড়ি ?
আমার পৃথিবী বিবর্ন এখন, নিস্প্রাণ মৌণতায়,
বিরহ শোকের শহীদ মিনার, গড়ি একা আজ হায় ।
উচ্ছাস যত, ছিল বুক জুড়ে, নিভে গেল কোন আধারে;
ভাললাগা যত, ছিল মন জুড়ে, উড়ে গেল কোন সুদূরে ।
...........................................................
..........................................................
স্বপ্ন গুলো হারিয়েছে আজ, নির্মমতার নিঠুর খেলায়
মিলিয়ে গেছে প্রেমের আবেগ, সিগারেটের ধূসর ধোয়ায় ।
ক্ষতগুলো শুধু, থেকে যায় বুকে, জেগে ওঠে বারেবারে;
টেনে নেয় আমাকে, নির্বাক প্রহরে, ধ্বংসের ওই দুয়ারে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।