আমাদের কথা খুঁজে নিন

   

ব্লক করে রাখুন বিভিন্ন সফট্ওয়্যার রানিং..



আমরা বিভিন্ন কাজে বিভিন্ন রকম সফট্ওয়্যার ব্যবহার করি। কেমন হয় যদি আপনি কোন সফট্ওয়্যার ব্লক করে রাখেন যাতে কেউ রান করতে না পারে। হ্যা, এটা করতে পারেন খুব সহজেই। তবে কিপ্টামি বিসর্জন দিয়ে আপনাকে একটা Norton Internet Security কিনতে হবে। নেট থেকে ডাউনলোড করলেও চলবে।

আরে ভাই কিনে বসে থকলে চলবে? তাড়াতাড়ি ইনস্টল দিয়ে দিন আর দেখুন কেরামতি। মনেকরি, এতক্ষনে ইন্সটল হয়ে গেছে। এবার আসল কাজ.... ১. Norton রান করুন ২. Network Department এর বামপাশে থাকা Settings এ গুতা মারেন। (ভয় পাইয়েন না। ভাইরাস/ বোনরাস আপনার ধারে কাছে থাকলেও কম্পিউটারের ত্রি-সীমানায় আসবে না।

) Smart FireWall খুজে বের করে এর অধিনে কর্মরত Program Control এর ডানপাশে Configure[+] এ ক্লিক করেন। ৩. এখন যে প্রোগ্রাম ব্লক করতে চান তার ডান পাশের Drop Down List থেকে ব্লক নির্বাচন করে Apply --> OK--OK আপনি ইচ্ছা করলে নতুর নতুন প্রোগ্রাম যোগ/বিয়োগ করতে পারেন। চালাক ইউজার যাতে আনব্লক করতে পারেন সেজন্য Miscellaneous Settings এ যান। Setting Password Protection On করে লম্বা.......একটা Pasword দিয়ে দেন। ব্যাস কেল্লা ফতে.................... এবার ব্লক করা প্রোগ্রাম রান করে দেখুন!! হ্যাঁ'এ হল তো।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.