আমাদের কথা খুঁজে নিন

   

হোয়াট এ্য আইডিয়া আপুজি...

গর্বিত আমি, জন্মেছি এদেশে....(বরিশালে)

পরীক্ষা বন্ধ করতে বোমা আতঙ্ক! বোমা পেতে রাখার আতঙ্ক ছড়ানোর অভিযোগে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কাফরুল এলাকা থেকে গতকাল শুক্রবার রাতে এক কলেজছাত্রীকে গ্রেপ্তার করেছে। রোমানা বিনতে সাইফ নামের ওই কলেজ ছাত্রী এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা দিচ্ছিলেন। আসন্ন পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রস্তুতি ভালো না থাকায় তিনি বোমা পেতে রাখার আতঙ্ক ছড়িয়ে পরীক্ষা বন্ধ করতে চেয়েছিলেন বলে পুলিশ জানিয়েছে। ডিবি পুলিশ জানিয়েছে, রোমানা কোনো সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে জড়িত নন। তবে বোমার আতঙ্ক ছড়ানোর অভিযোগে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আজ শনিবার আদালতে পাঠানো হয়েছে।

ডিবির জ্যেষ্ঠ সহকারী কমিশনার মোহাম্মদ সুলাইমান জানান, ১৮ এপ্রিল রাত সাড়ে নয়টার দিকে এক নারী তাঁর ব্যক্তিগত মুঠোফোনে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল লতিফকে ফোন দেন। ওই নারী জানান, রাজধানীর পাঁচটি স্থানে টাইম বোমা পুঁতে রাখা হয়েছে এবং ১৯ এপ্রিল রাত সাড়ে নয়টা থেকে তা পর্যায়ক্রমে বিস্ফোরিত হবে। জনগণকে এ বিস্ফোরণ থেকে রক্ষা করতে ওই নারী পুলিশের প্রতি অনুরোধ জানান। এরপরই ওই নারী তাঁর মুঠোফোন বন্ধ করে দেন এবং পরে তা আবার চালু করেন। এ ঘটনায় পুলিশ প্রশাসনে তোলপাড় সৃষ্টি হয়।

ডিবি ও ব়্যাবের সদস্যরা অনুসন্ধান ও তল্লাশি চালিয়ে কোথাও বোমা খুঁজে পাননি। পরে ডিবির একটি দল তথ্যদাতা নারীর অবস্থান চিহ্নিত করে। তারা ৯৪ ডিসিসি, কাফরুল থেকে রোমানা বিনতে সাইফ নামের ওই নারীকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে রোমানা জানান, তিনি বিবাহিত নয়। তিনি এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন।

আসন্ন পদার্থবিজ্ঞানে প্রস্তুতি ভালো না থাকায় পরীক্ষা বন্ধ করতে তিনি ভীতি ছড়িয়েছিলেন। আইজকালকার পোলাপানের সঠিক পুষ্টির অভাবে তাদের রুগ্ন চিন্তাধারার নমুনা............. এত্তো বড় বেকুব আবার সাইন্সের ছাত্রী............


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।