আমাদের কথা খুঁজে নিন

   

হোয়াট ইজ লাঙ্কাউই?

; ঘটনাটা এক বুরবাকের।

দিন, রাত এক করে ল্যান্ডফোন, মুঠোফোন এবং দর্শনের মাধ্যমে আমি একজনকে বুঝাতে সক্ষম হই যে 'হোয়াট ইজ লাঙ্কাউই?' জি না, এইটা অনন্ত জলিলের সিনেমার সাব টাইটেল না, মালয়েশিয়ার লাঙ্কাউই'র কথাই আমি বলছি। সে মেলা ছুটুবেলার কথা। তখনও আমি শ্যালো ইঞ্জিনের ক্যাবল কারে চড়ি নাই! আমি তাহাকে বুঝাইলাম 'হোয়াট ইজ ক্যাবল কার এইটা বুঝতে হইলে লাঙ্কাউইতেই যাইতে হবে!' তাহাকে আমি আরও সুন্দর, সুন্দর ভিজ্যুয়াল ইমেজ গুগল ছাড়াই মনের দৃশ্যপটে এঁকে দেখালাম। সে বলল, আমি যাইব।

আমি উহাতে যাইব। আমি অবশ্যই উহাতে যাইব ই যাইব।

আমার মুখে হাসি ফোটে। মন বলে, ময়না আর তো দেরি সয় না। সে গেলে আমারে তো নিয়া যাইব ই যাইব।

কুন মিস নাই। স্বপ্নে তো আমি তিন চারবার প্যারাসুটেও চইড়া ফেললাম। স্বপ্ন দেখাতেও আপসুস ছিল না। কারন আসলেই চড়ার আগে ট্রেনিং তো দরকার। স্বপ্নে স্বপ্নে সাইরা ফেললে দোষ কি?

কিন্তু তাকে এত্ত ত্যাল তুলো দেয়ার পরও, এত্ত শিক্ষা দেয়ার পরও যখন তিনি আমাকে পুরো প্ল্যানে বাদ দিয়ে অন্য থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে সেই লাঙ্কাউইতেই যান! এবং ফিরে লেখেন 'ইউ নো ইট ওয়াজ ভেরি মাচ ফান!!' তখন বুরবাক কেডা সেটা খুঁজে না পেয়ে, খোঁজ দ্য হারিকেন! মূলক একটা স্ট্যাটাস আমি দিতেই পারি!

পুনশ্চ ১ঃ তাহাদের হারিকেন লইয়াও একটা ছবি আছে! মাইরালা কেউ আম্রে মাইরালা।


পুনশ্চ ২ঃ পৃথিবীতে বলদ দুই ধরনের। একটার নাম বলদ, আর আরেকটা 'আমার নাম' দিয়া সার্চ কইরা পাওয়া যাইব!
পুনশ্চ ৩ঃ ইউটিউবে লাঙ্কাউইতে ঘুইরা আসব কিনা, ভাবতেছি! বাদ বাকিটা ফটোশপে কইরা ফেলমু!
পুনশ্চ ৪ঃ Knowledge that is shared is not wasted at all. ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।