আমাদের কথা খুঁজে নিন

   

রাতে চলাচলের অনুমতি ছিল না বিপাশার



ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার মেঘনা নদীতে ডুবে যাওয়া লঞ্চ এমভি বিপাশার রাতে চলাচলের অনুমোদন ছিল না। অথচ রাতে চলাচলের কারণে প্রাণ হারাতে হল ২৮জন মানুষকে। লঞ্চটি সরকারি নির্দেশ উপেক্ষা করেই রাতে চলাচল করে দুর্ঘটনায় নিমজ্জিত হয়। এতে লঞ্চের কর্মকর্তা ও কর্মচারীরা বেঁচে গেলেও অসংখ্য যাত্রীর প্রাণহানির ঘটনা ঘটে। এছাড়া যে কার্গোর সঙ্গে ধাক্কা লেগে লঞ্চটি ডুবে যায়, সেটিরও কোনো নিবন্ধন ও সার্ভে নেই। দুর্ঘটনার পরে স্থানীয় প্রশাসনের মাধ্যমে বিআইডব্লিউটিএ এবং সমুদ্র পরিবহন অধিদফতরকে জানানোর কথা থাকলেও কার্গোর মালিক ও চালক কেউ তা প্রশাসনকে অবহিত করেনি। ওই কার্গোটি প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তাদের ম্যানেজ করে অবৈধভাবে চলাচল করতো। এমনিভাবে অঅর কত প্রাণ অকালে ঝড়ে যাবে কিছু অসাধু ও মুনাফাখোর ব্যক্তিদের কারণে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।