জামাত-শিবির দূরে গিয়া মর!
আসুন সামুর কিছু ব্লগারদের পার্সোনাল ব্লগ ও ওয়েবসাইট ঘুরে দেখি
সামু ব্লগ তো কমিউনিটি ব্লগ। এই অনেক ব্লগের ব্লগার অন্যান্য ব্লগেও লিখে থাকেন। কেউ কেউ ওয়ার্ডপ্রেস বা ব্লগস্পটে নিজের পার্সোনাল ব্লগ চালাচ্ছেন কেউবা শখের বসে/সিরিয়াসলি ওয়েবসাইটও চালাচ্ছেন। আসুন ঘুরে আসি কয়েসজনের ব্লগ ও সাইট থেকে।
সো গায়েজ ফাষ্টেন ইউর সিট বেল্ট .....
১) অপু তানভীর
সাইটঃ টিয়াপাখি
প্রিভিউঃ
ব্লগে অপু তানভীরের রোমান্টিক গল্প তো পড়েছেন অবশ্যই।
টিয়াপাখিকে খুজতে হলে তার সাইটটা ঘুরে আসুন। সাইটটা ডার্ক আবহে করা। এই ব্যপারটা ভাল লাগলো। তবে অনেষ্টলি সাইটটা আমার কাছে একটু বেশি সাদামাটা এবং কিছুটা আনকম্প্লিট মনে হয়েছে। আরও কিছু গ্যাজেট যোগ করলে ভাল হত।
এবাউট পেজটার ব্যাপারেও নজর দিতে হবে। এছাড়া ইনডেক্স সিষ্টেমে পোষ্টগুলো থাকলে ভাল হত।
মার্কঃ রেটিং দিলে ১০ এর ভেতর ৫ দেয়া যায়।
২) আরজুপনি
সাইটঃ আশাজাগানিয়া
প্রিভিউঃ
আরজুপনি আপুর একটা পার্সোনাল ব্লগ আছে। বেশ সমৃদ্ধই বলা যায়।
সাইটটা ডিজাইন করেছেন ফিউশন ফাইভ । সাইটটিতে এ পর্যন্ত প্রায় ৬০০০ ভিজিটর ভিজিট করেছে।
সাইটটির ইন্টারফেস আমার কাছে ভালো লেগেছে। দ্রুত ব্রাউজ করা যায়। পার্সোনাল ব্লগ + লেখালেখি হিসেবে বেশ সমৃদ্ধ।
মার্কঃ রেটিংয়ের ক্ষেত্রে আমি ১০ এর ভেতর ৭.৫ দেবো।
৩) একজন আরমান
সাইটঃ একজন আরমান
প্রিভিউঃ
মীর আরমান ভাইয়ের সাইট ওয়ার্ডপ্রেসে সাধারন একটা থিমে করা। অথচ বেশ সমৃদ্ধ এবং পরিপূর্ণ। এখন পর্যন্ত ৪০০০+ ভিজিটর এই সাইটে ভিজিট করেছেন। পার্সোনাল ব্লগ + লেখালেখি বিচারে ভালোই বলা যায়।
সমালোচনা করতে বললে হেডারের লেখাগুলোর কালারের কথা বলা যায়। রেড ইজ লুকিং টু আগলি। ডার্ক এন্ড সিম্পল রং হলে ভাল হত।
মার্কঃ টাইম ফর রেটিং...। এই সাইটকে আমি ১০ এর ভেতর ৬ দেবো।
৪) ফিউশন ফাইভ
সাইটঃ ফিউশন ফ্যাক্টরি
প্রিভিউঃ
টিপিকাল ফিউশন ফাইভ লুক।
সাইটটির ইন্টারফেস চমৎকার।
কন্টেন্ট সংখ্যা চমৎকার।
ব্রাউজিং-> ইউজার ফেন্ডলি।
সাইটটি ভালো লেগেছে।
চমৎকার ডিজাইন, সৃজনশীল ডেভেলপমেন্ট।
মার্কঃ নো ডাউট... ৯.৫ আউট অফ ১০।
৫) মাষ্টার (মাহদী হাসান)
সাইটঃ সিনেমা পিপলস
প্রিভিউঃ
মাষ্টার অর্থাৎ মাহদী হাসান ভাই বর্তমানে ব্লগ ছেড়ে দিয়েছেন। অথচ তার লেখাগুলো রয়ে গেছে। সৃজনশীল এই মানুষটির সাইট ঘুরে এলাম।
বাংলায় চমৎকার একটি সাইট করেছেন। ইউজার ফ্রেন্ডলি এবং কন্টেন্টে ভরপুর। শর্ট ফিল্ম নিয়ে অনেক তথ্য পাবেন, সাহায্যও পাবেন। দারুন নেভিগেশন সিষ্টেম। মাল্টিমিডিয়ার ব্যবহার সাইটটিকে আকর্ষনীয় করেছে।
মার্কঃ কোন সন্দেহ নেই, ৯.৫ আউট অফ ১০।
বিদ্রঃ ফেসবুকে মাহদী ভাইকে অনুরোধ করেছিলাম ব্লগে ফিরে আসার জন্য। এই ব্লগে মৌলিক লেখা এবং সৃজনশীলতার দরকার আছে। ভাল ব্লগারেরা ব্লগ ছেড়ে যাচ্ছেন, এটা ঠিক না। নবীনদের জন্য হলেও তাদের ব্লগে থাকা উচিৎ।
তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে।
৬) রেজোওয়ানা
সাইটঃ হেরিটেজ বাংলাদেশ
প্রিভিউঃ
শারমিন রোজোওয়ানা আপার উদ্যোগকে লাল সালাম। বাংলাদেশের হেরিটেজ সাইটগুলো তুলে ধরার প্রয়াস। সাইটটি সফল হলে দেশের পর্যটন শিল্পকে ইনফ্লুয়েন্স করতে পারবে, সাথে সাথে আমাদের দেশ সম্পর্কেও অনেক অজানা তথ্য জানা যাবে। বিশ্বে বাংলাদেশ এর ঐতিহ্যকে পরিচিত করা যাবে।
সাইটের একটা ব্যাপার ভাল লেগেছে বাংলা ও ইংরেজী দুই অপশন রাখার জন্য।
আমার কাছে মনে হয়েছে সাইটটি এখনও নির্মানাধীন। আমার মতে সাইটে লাইট গ্রীন ও লেমন কালারের বদলে রেড কালার ব্যবহার করলে ভাল হবে, গ্রীন+রেড দারুন কম্বো হবে, জাতীয় পতাকার আবহ পাওয়া যাবে। ডিফল্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে বাংলা থাকাই ভাল হবে। ল্যাঙ্গুয়েজ অপশন প্যানেলটা আলাদা রাখা উচিৎ ছিল।
সবুজ রংয়ের ভীড়ে খুজে পাওয়া কষ্টকর। ছবিগুলোও তেমন সুন্দর হয়নি।
তবে সাইটটি এখনও নির্মানাধীন। আশা করি দ্রতই পুরোদমে সচল হবে। প্রচেষ্টায় আবারও স্যালুট।
মার্কঃ সাইটটি এখনও নির্মানাধীন। তাই ১০ এর ভেতর ৮ দেবো।
৭) হাসান যোবায়ের
সাইটঃ হাসান যোবায়ের
প্রিভিউঃ
অনলাইনে হাসান যোবায়ের টেকি পারসন হিসেবে সুপরিচিত। তার সাইটটাও টেকনোলজি বিষয়ে। সাইটের কন্টেন্ট, ইন্টারফেস, কালার কম্বিনেশন দারুন লেগেছে।
তবে টুইট গুলো লোড হতে একটু দেরি হয়।
টেকি সমস্যার সমাধান চাইলে বা নতুন নতুন টিপস ও ট্রিক্স এর জন্য
ঘুরে আসতে পারেন হাসান ভাইয়ের সাইট থেকে।
মার্কঃ আমি এই সাইটকে ১০ এর ভেতর ৮ দেবো।
৮) নাফিস ইফতেখার
সাইটঃ nafis iftekhar's world
প্রিভিউঃ
সামুতে এখন আর নাফিস ইফতেখার নিয়মিত নন। ভাল ব্লগাররা এভাবে কেন চলে যায় কে জানে।
নাফিস ভাইয়ের সাইটে প্রচুর টেকি আর্টিকেল পাবেন। তবে সবই ইংরেজীতে। বাংলায় হলে আরও ভাল হতো।
মার্কঃ আমি এই সাইটকে ১০ এর ভেতর ৬.৫ দেবো।
এই পোষ্টের সকল বক্তব্যই আমার ব্যাক্তিগত দৃষ্টিভঙ্গি থেকে করা।
সাইটের এডমিনরা প্লিজ রাগ করবেন না। আপনাদের যাদের ব্লগ/সাইট আছে প্লিজ জানাবেন। এর একটা সিরিজ করতে চাই।
আমার ফেসবুকে আমি ঢুকতে পারছিনা । তাই আপনাদের যদি পোষ্ট এবং উল্লেখিত এই সাইটগুলো ভাল লাগে তবে প্লিজ ফেসবুকে শেয়ার দিবেন।
অল অফ দিস সাইটস ডিজার্ভ মোর ভিজিটরস এন্ড পাবলিসিটি.....
সবাইকে ধন্যবাদ।
#প্রিন্স হেক্টর
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।