মানুষের জন্য সব চেয়ে কঠিন কাজ মানুষ হওয়া।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিতঃ
জাতীয় সংসদের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৭তম বৈঠক সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি হাসানুল হক ইনু বৈঠকে সভাপতিত্ব করেন। কমিটির সদস্য হুইপ আসম ফিরোজ, মোঃ আব্দুল কুদ্দুস, খালিদ মাহ্মুদ চৌধুরী, মোয়াজ্জেম হোসেন রতন এবং গোলাম মোস্তফা বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে আসন্ন জাতীয় বাজেটে টেলিকম সেক্টরের শুল্ক নির্ধারণের প্রস্তাব বিষয়ে আলোচনা হয়।
দেশের টেলিযোগাযোগ ও ইন্টারনেট তথা আইসিটি প্রসারের জন্য আসন্ন জাতীয় বাজেটে টেলিকম সেক্টরের শুল্ক ও কর কাঠামো নির্ধারণ সংক্রান্ত যে খসড়া প্রস্তাব প্রতিবেদন আকারে মন্ত্রণালয় কর্তৃক বৈঠকে উপস্থাপন করা হয়েছে কমিটি কর্তৃক তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। টেলিকম সেক্টরের শুল্ক ও কর কাঠামো নির্ধারণ সংক্রান্ত খসড়া প্রস্তাবটি আরও যাচাই-বাছাই করে অতিদ্রুত আনুষ্ঠানিকভাবে অর্থ মন্ত্রণালয়কে বাস্তবায়নের অনুরোধ জানানোর সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠকে ইন্টারনেট সার্ভিস ইকুইপমেন্ট এর বর্তমান ট্যাক্স ৮%-৩১% থেকে কমিয়ে ৪% এবং সকল ইন্টারনেট গ্রাহকের ব্যবহারের উপর ভ্যাট ১৫% থেকে কমিয়ে ০(শূন্য)% করার প্রস্তাব করা হয়। মোবাইল সেটের বর্তমান ট্যাক্স ১২.৫% থেকে কমিয়ে ২০০/-, সিম কার্ডের ট্যাক্স ৮০০/- প্রত্যাহার করে ০(শূন্য) এবং বাংলাদেশে উৎপাদিত সিম কার্ডের কাঁচামালের উপর আমদানী শূল্ক কমানোসহ টেলিকমসেক্টরের সকল প্রকার যন্ত্রপাতি এবং নেটওয়ার্ক সিস্টেম থেকে কর ও শূল্ক হার কমিয়ে ০(শূণ্য) থেকে ৫% এর মধ্যে রাখার প্রস্তাব করা হয়।
বৈঠকে জানানো হয়, ইন্টারনেট সার্ভিস ইকুইপমেন্ট ও টেলিকম সেক্টরের সকল প্রকার যন্ত্রপাতি এবং নেটওয়ার্ক সিস্টেম থেকে কর ও শূল্ক হার কমানো হলে সাময়িকভাবে রাজস্ব আয় কমলেও ইন্টারনেট, মোবাইল ও পিএসটিএন এর গ্রাহক সংখ্যা এবং ব্যবহার বৃদ্ধির ফলে সার্বিকভাবে রাজস্ব আয় ও দেশে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি পাবে।
তবে দেশের চাহিদার ১২০০০ কিলোমিটার অপটিক্যাল ফাইবারের মধ্যে ৮০০০ কিলোমিটার বাংলাদেশেই উৎপাদন হচ্ছে বিধায় দেশের কারখানা রক্ষা ও প্রসারের লক্ষ্যে অপটিক্যাল ফাইবারের আমদানির উপর বর্তমান ধার্য্যকৃত শূল্ক ৩% থেকে বাড়িয়ে ২৫% করার প্রস্তাব করা হয়।
এছাড়া বৈঠকে সাব-মেরিন কেবলের আপগ্রেডেশন কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব সুনীল কান্তি বোসসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
সূত্রঃ ঢাকা নিউজ24 ডট কম
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।