* আমি খুজে বেড়াই নিজেকে *
বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নে নানান সমস্যা রয়েছে। রয়েছে আমাদের সীমিত সম্পদ। এই সীমিত সম্পদের সুষ্ঠ ব্যবহারের মাধ্যমে আমরা কাংখিত লক্ষ্যে পৌছানো অসম্ভব কিছু নয়, একটু দেরী হলেও। এছাড়া এই উন্নয়নের লক্ষ্যে পৌছানোর বাধা হিসেবে রয়েছে নানান স্তরের দুর্নীতি, অব্যবস্থাপনা, অদক্ষতা, বিভিন্ন স্তরের বাধা বিপত্তি। আজই পত্র পত্রিকায় এসেছে মন্ত্রনালয় গুলো বরাদ্ধকৃত অর্থের অব্যবহৃত অংশ অর্থ মন্ত্রনালয়ে ফেরত যাচ্ছে।
এবং এর অংকটা নেহায়েত কম নয়। অনেক বেশী কখনো কখনো ৫০% এর ও বেশী। ডাটা নিলে দেখা যায় এই সমস্যাটা দীর্ঘকাল থেকেই রয়েছে। কোন সরকারই এডিপির ৫০% ও বাস্তবায়ন করতে পারেনি। এমনও ঘটনা রয়েছে বাস্তবায়ন করটে না পারায় বিদেশী সাহায্য ফেরত গেছে।
এর চেয়ে দুর্ভাগ্য জাতিো ললাটে আর কিভাবে আসে। যে কারনই থাকুক দায়িত্ব মন্ত্রনালয়ের উপর বর্তায়। টাকা আছে, দিকনির্দেশনা আছে, আর মন্ত্রনালয় প্রজেক্ট বাস্তবায়ন করে দেশের উন্নয়নে ভুমিকা রাখতে পারবেনা তাতো হতে পারেনা। এর দায় মন্ত্রনালয়কে নিতে হবে। তাকে এর জন্য জবাবদিহি করাতে হবে।
নুন্যতম টার্গেট পুরন করতে না পারলে মন্ত্রনালয়ের দায়িত্ব থেকে সরিয়ে অন্য কাউকে নিয়োগ দেয়া যেতে পারে। আমলা তান্ত্রিক সমস্যা রয়েছে সেটা আমরা জানি তার পরেও কথা থাকে, অনেকে কিন্তু নিজের ডায়নামিজম দিয়ে এসব উৎরে আসেন ১০০% নাহোক কেউ কেউ ৭০%-৮০% সফলতা দেখিয়েছেন। দেশে প্রজেক্ট রয়েছে, টাকার যোগানও দেয়া হচ্ছে, তার পরও যদি উন্নয়ন না হয়, দেশের মানুষের ভাগ্যে কোন পরিবর্তন না আসে তাহলে এমন মন্ত্রনালয় নিয়ে ভাবার অবকাশ রয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টা ভেবে দেখবেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।