আমাদের কথা খুঁজে নিন

   

আমার সকল গার্ল ফ্রেন্ডরা (কিঞ্চিৎ ১৮ +)

যদি স্বপ্ন দেখার সাহস থাকে মনে, তবে এসো হয়ে যাক.... আগুনের পেয়ালায় ভালবাসা এক্কাপ...। !! কালের বিবর্তনে কত বার যে প্রেমে পরছি, এক আল্লা ছাড়া আমি নিজেও খেয়াল কইরা কইতে পারিনা। এইযে পোষ্ট লিখতেছি আর ভাবতাছি কয় জনের নামযে মিস হইয়া গেলো কে জানে। প্রথম প্রেম ! কত বয়স হবে তখন?? ঠিক মনে করতে পরছিনা। নানুর বাসায় প্রথম দেখা তাকে ।

প্রেমের ব্যপারে তেমন কিছুই বুঝিনা। খালি বুকে নাকি কলিজায় (নাকি কোথায়)যেন মোচড়া মোচরি শুরু হলো তাকে দেখার পর থেকে । সারারাত তার কথা ভেবেছি। তখন দেশ গ্রামে খুব একটা টিভি ছিলনা, নানুদের বাড়িতে শুধু ছিলো। মনে পরে হাট থেকে ভি, সি, আর নামক এক আজিব জিনিস নিয়ে আশা হলো।

সেখানেই তাকে দেখা ছবির নাম সারেং বউ ( নিশ্চই সবাই ভুজে গেছেন কার কথা বলছি) (১) এই আমার প্রথম প্রেম তার কিছুদিন পরেই দেখা হলো আরেক জনের সাথে ছবির নাম মনে নাইক্কা তয় আফারে দেখলেই চিনা ফালাইবেন( পোলাপাইন তার ছবি দেখার আগে কাপর চোপর খেয়াল কইরা ) (২) নম্বর দুই তার পরে ঢাকায় আসিলাম একদিন খালার বাসায় , আর সেখানেই ৩য় জনের সাথে সাক্ষাত , দেইখাতো খুব শহজেই আগের ২ টার কথা বেমালুম ভুলে গেলাম (৩) নম্বর তিন ৩ নম্বর টা অনেক দিন আমার দিলে বাকুম বাকুম করিবার পর যখন প্রেমের মর্ম কিঞ্চিৎ মানে ভালই বুঝিতে আরম্ভ করিয়াছি তখনি আমার দিলে ঝড়ের বেগে ৪ নং এর আবির্ভাব। হায়রে তাকে দেখিলেই আমার মাথা পুরাই নষ্ট । হাটিতে, বসিতে, ঘরে, বাইরে কিংবা রাতে যখন ঘুমাইতে যাব হায় সেকি যন্ত্রণা, বলিবার মত নহে। (৪) একবার দেখেন খালি তার পর কালের বিবর্তনে একের পর এক আসিতে থাকিলো আর আমার বুক জাজরা করিতে থাকিলো .................................. (৫) (৬) (৭) (৮) (৯) (১০) (১১) (১২) (১৩) (১৪) (১৫) (১৬) (১৭) (১৮) (১৯) (২০) (২১) (২২) (২৩) (২৪) (২৫) (২৬) (২৭) (২৮) (২৯) প্রেম পিরিতি অনেক হইছে , মেঘে মেঘে বেলা কিন্তু কম হয়নাই আর সেজন্যই এখন শেষ একজনরে বাইছা নিলাম দোয়া কইরেন এটাই যেন শেষ হয় । (সর্বশেষ ) বিঃ দ্রঃ এমন পোষ্ট সামুতে অনেক এসেছে যানি , আমি আমার ভাল লাগার কথা বলেছি ।

এই পোষ্ট যদি কাঊকে বিরক্ত করে থাকে ক্ষমা চেয়ে নিলাম । আর চার দিকে শুধু জঞ্জাল আর দুঃসংবাদ। সারাখন সবাই টেনশন আর মন খারাপ নিয়ে থাকে , ভাল লাগেনা আর । তাই একটু মজা করলাম । এরা সবাই আমার গার্ল ফ্রেন্ড ৫০% সত্যি, সবার সাথেই বিয়ে ৫০% ঠিক হয়ে গেছিলো ( খালি আমি রাজি আছিলাম আরকি ) ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।