আমাদের কথা খুঁজে নিন

   

আন্তর্জাতিক নারী দিবসে প্রজন্ম চত্বরের নারী সমাবেশ হবে বাংলাদেশে শুধুমাত্র নারীদের সবচেয়ে বড় সমাবেশ

চেনা দুঃখ চেনা সুখ চেনা চেনা হাসি মুখ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। সারাবিশ্বের মতো বাংলাদেশেও দিনটি পালন করা হবে। আমাদের শাহবাগের প্রজন্ম চত্বরে নারী দিবসে রয়েছে বিশেষ কর্মসূচি। এ দিন অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী জাগরণ সমাবেশ। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত তরুণ প্রজন্মে নারীদের কাছে আহ্বান, ৮ মার্চ শুক্রবার আন্তর্জাতিক নারী দিবসে বিকেল ৩টায় শাহবাগের প্রজন্ম চত্বরে যোগ দিন।

এ সমাবেশের প্রধান অতিথি, বিশেষ অতিথি থেকে শুরু করে উপস্থাপক ও দর্শক-শ্রোতা সবাই থাকবে নারী। গণজাগরণ মঞ্চ সূত্রে জানা গেছে, শুক্রবারের সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। লক্ষাধিক নারীর সমাগম নিশ্চিত করতে ইতোমধ্যে বিভিন্ন নারী সংগঠন, মহিলা সমিতি, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন, প্রগতিশীল নারী জোট, আওয়ামী মহিলা লীগ, আওয়ামী যুব মহিলা লীগ, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, কমিউনিস্ট পার্টি নারী সেল, নারী মৈত্রী, নারী সংহতিসহ বিভিন্ন দলের নারী মন্ত্রী ও এমপিদের সমাবেশে যোগ দেয়ার আহবান জানানো হয়েছে। কালকের সমাবেশে গার্মেন্ট শ্রমিক ও নারী শ্রমিকদের ব্যাপক উপস্থিতি থাকবে। গণজাগরণ মঞ্চ সূত্রে জানা গেছে, টিআইবি’র চেয়ারম্যান সুলতানা কামাল, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, শিরিন আকতার, শ্যামলী শীল, অধ্যাপক গীতি আরা নাসরিন, নৃবিজ্ঞানী রেহনুমা আহমেদ, অধ্যাপক নাসিম আখ্তার হুসাইন, শিল্পী কৃষ্ণকলি ইসলাম, শিক্ষক মুশাহিদা সুলতানা, ডা. ফওজিয়া হোসেন, ব্যরিস্টার সাদিয়া আরমান, শিক্ষক নাসরিন খন্দকার, শিক্ষক সামিনা লুৎফা, খুশি কবীর, অধ্যাপক স্বপন আদনান, শিক্ষক ফাতেমা সুলতানা শুভ্রাসহ বিভিন্ন শ্রেণী-পেশার অসংখ্য নারী সমাবেশে উপস্থিত থাকবেন।

এছাড়া সমাবেশে স্লোগান দেবেন লাকী আকতার, শাওনসহ নারী আন্দোলনকর্মীরা। আমার বিশ্বাস, শুক্রবারের গণজাগরণ মঞ্চের নারী সমাবেশ হবে বাংলাদেশে শুধুমাত্র নারীদের সবচেয়ে বড় সমাবেশ। এ সমাবেশের শুরু থেকে শেষ পর্যন্ত সকল কিছুই নারীরা পরিচালনা করবে। নারীর ক্ষমতায়নে আওয়াজে মুখরিত হবে প্রজন্ম চত্বর। সুতরাং বোন-বন্ধু, মা-খালা সব নারীর প্রতি আহ্বান নারী জাগরণ সমাবেশে যোগ দিন, সফল করে তুলুন।

 ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.