অলসদের দিয়ে কী আর হয়। আলসেমি ছাড়া!
আমাদের দেশে যারা গণিত অলিম্পিয়াডের সঙ্গে যুক্ত তাদের কাছে সামার ম্যাথ স্কুল, প্যারালাল ম্যাথ স্কুলের ধারণা রয়েছে। গণিত অলিম্পিয়াড শুরুর সময় আমি বিদেশে থেকে যে সব ধারণা কপি করেছি প্যারালাল ম্যাথস্কুল অন্যতম। প্রথম স্কুলটি গরমের ছুটিতে হয়েছিল বলে সেটিকে আমরা সামার স্কুল বলেছিলাম। কিন্তু পরে দেখা গের আমাদের দেশে সামারের ছুটি বলে একই সময়ে কোন ছুটি নাই।
তাই আমরা এটিকে প্যারালাল ম্যাথ স্কুল বলতে শুরু করি।
সে যাগগে। যে কারণে এই ভূমিকা সেটি হলো কিছুদিন পরে জামানীর জ্যাকবস বিশ্ববিদ্যালয়ে একটি সামার ম্যাথ স্কুল হবে। একাদশ-দ্বাদশ বা বিশ্ববিদ্যালয়ের প্রথম-দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা সেটাতে অংশ নিতে পারবে।
বাংলাদেশ থেকে আগ্রহীরা আবেদন করতে পারে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।