আমি একজন শিক্ষিত শ্রমিক
আজো রাজারা আসেন আর চলে যান। যাবার আগে অনেক কিছু করার আর অনেক প্রতিস্রুতি দেন। আমরা প্রজাদের সেই আদিম ঐতিয্য ধরে রেখেছি তাদের সেবাদানের মাধ্যমে।
আধুনিক প্রিথীবির শক্তিশালি দেশ হিসাবে নিজেদের গড়ে তুলবার জন্য যে কয়টা উপাদান লাগে (মানুষ, ভাল জলবায়ু আর সমুদ্র পথ) তার প্রত্তেকটি আল্লাহ আমাদের দিয়েছেন। তার পরও আমরা বাংলাদেশি হিসাবে জন্ম নেবার পর থেকে কারনে-অকারনে নিজেদের উলঙ্গ ভাবে ভিখুক জাতি হিসাবে তুলে ধরছি।
এরই অংশ হিসাবে শ্রিলাঙ্কার প্রেসিডেন্ট রাজাপাক্সে আসলেন আর যথারিতী বিভিন্ন সহযোগিতার কথা বললেন। কে জানে এসব কিছু আয়োজন করতে যে খরচ হয় তাও আমরা উঠাতে পারি কিনা।
এখান থেকেই জানলাম
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।