আমাদের কথা খুঁজে নিন

   

নিউইয়র্কে ভেজাল ব্যবসায় জড়িয়ে পড়েছে বাংলাদেশিরা !



নিউইয়র্কে ভেজাল ব্যবসায় জড়িয়ে পড়েছে বাংলাদেশিরা ! নতুনদেশ ডটকম নিউইয়র্কেও ভেজাল ব্যবসায় জড়িয়ে পড়ছে বাংলাদেশিরা। ইতিমধ্যে নকল পণ্য বিক্রির দায়ে ৪ বাংলাদেশি পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন বলে জানা গেছে। আদালত থেকে অবশ্য তারা মুক্তি পেয়েছেন। জানা যায়, নিউইয়র্ক শহরের ম্যাহাটানের ক্যানেল স্ট্রিটে নকল পণ্যের বেচা-কেনা হয়। বিভিন্ন জাতির লোকের এখানে এসব পণ্য বিক্রি করেন।

বেশ কিছু বাংলাদেশীও এই ব্যবসার সঙ্গে সম্পৃক্ত। ব্র্যান্ডের গড়ি, পারফিউম, ব্যাগসহ অন্যান্য নকল পণ্য অত্যন্ত কম দামে বিক্রি হয় এখানে। ফলে বড় বড় কোম্পনীগুলো বিভিন্ন সময়ে হানা দেয়। পুলিশেরও উপদ্রব আছে। নিউইয়র্ক সিটির মেয়র ব্লুমবার্গের ম্যানহাটানে বিলাশবহুল ডিপার্টম্যান্টাল স্টোর রয়েছে।

ফলে এই মেয়র নকল পণ্যের বেচাকেনায় রুদ্র ভূমিকায় অবতীর্ণ হয়েছে। একের পর এক অভিযান চালাচ্ছেন তিনি। গত সপ্তাহে পুলিশ ব্রডওয়েতে অভিযান চালিয়ে আনিকা ওয়াচ স্টোর থেকে আবদুল আউয়াল শামীম, মোহাম্মদ উদ্দিন, মোহাম্মদ আলম ও মোস্তফা হায়দারসহ আটজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মিলিয়ন ডলারেরও বেশি মূল্যের নকল ঘড়ি ও পারফিউম উদ্ধার করে পুলিশ। পুলিশ বা কোম্পানীগুলো প্রতিনিধি ক্রেতা সেজে নকল পণ্য কিনে আনার পর পরে তারা অভিযান চালায় বলে স্টোরের একজন বাংলাদেশী মালিক জানান।

তবে গ্রেপ্তারকৃতদের আদালত ছেড়ে দেয় এবং অভিযোগ প্রমাণিত হলে এর সাজাও লঘু। http://www.notundesh.com/onnoghor_news1.html

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.