[গাঢ়]হা প্রিয় ব্লগার মামারা[/গাঢ়], বিশেষ করে নারী ব্লগারদের দৃষ্টি আকর্ষন করছি।
তোমরা তো অনেক জ্ঞানী। কেউ রাজনীতি বিষয়ে, কেউ প্রেম বিষয়ে, কেউ কবিতার বিষয়ে, কেউ রম্য বিষয়ে, কেউ প্রযুক্তি বিষয়ে। আবার কেউ কেউ চিৎকার করে কোন না কোন দলের দালালী করো ইত্যাদি ইত্যাদি।
আমি হালায়এমনই গাধা যে কোন বিষয়ে বিশেষজ্ঞ (বিশেষভাবে অজ্ঞ) হইতে পারি নাইক্যা। কিন্তু আমার একটা জিনিষ মাথায় ঢুকতাছে না, তোমরা এত বিষয়ে লেখালেখি করো কিন্তু বিজ্ঞাপনে বা পন্যে নারী নিয়ে খেলা হয় সে বিষয়ে কোন প্যাচাল দেখি না। কারো কোন মাথা ব্যাথা নাই কেন? নারীর প্রতি এত এত সম্মান কিন্তু আজকাল বিজ্ঞাপনে নারী ব্যবহারের যে সয়লাব এ নিয়ে তোমাদের কোন মাথা ব্যাথা নেই কেন? নারী জাতি খুবই সম্মানিত। তারা মায়ের জাতি। তাদের নিয়ে এই লীলাখেলা।এটা কি নারীর প্রতি সম্মান!
তাই খুব জানতে ইচ্ছে করে [রং=ঋঋ0000][গাঢ়] নারীর দেহ নিয়ে দেহ ব্যবসা আর বিজ্ঞাপনে নারীর ব্যবহার দু'টো কি এক জিনিস নয়?[/গাঢ়][/রং]
আরেকটি কথা, মার্কেটিং পেশায় পুরুষের চেয়ে মহিলারা কি খুবই পারদশী?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।