বাংলাদেশের সংবাদপত্র সব নিয়া লিখে কিন্তু মস্তফা কামাল কে নিয়া লিখল না কেন? লিখলে কি খুব ক্ষতি হইত। আরে ভাই ও খালি আমাদের দেশের জন্য যুদ্ধ করসিল। এত তুকুই না হয় ওঁর অপরাধ ছিল।
তাই বলে কি আমরা আইভাবে ভুলে যাব।
আসলে উনি বুঝতে পারে নাই, কেন যে যুদ্ধ করতে গেল।
এর কেনই বা শহীদ হইলেন। আহা রে খুব কষ্ট লাগে।
থাক কি এর করা। ভুলে নাহয় গেলই। মনে করালেও দোষ।
পেপারের প্রথম পাতায় আসব খবর আশা করে মানুষ।
আরাই দেশের প্রথম স্তরের মানুষ।
সব সম্পাদক দের মনে রাখা উচিত এরা দেশ স্বাধীন না করলে আপনি আজ সম্পাদক হইতেন না,
ওই নিয়াজির জুতা পরিস্কার করতেন।
এ লজ্জা কথাই রাখবেন, না নাই?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।