আমাদের সাধারন মানুষ সবসময় নেতা বলতে বিলেত ফেরত ব্যারিস্টার কিম্বা অক্সফোর্ডে পড়ুয়াদের কাওকেই চিন্তা করি... আর সে জন্যেই আন্দালিব , তাপস কিম্বা মাহিরা হয়ে ওঠে আমাদের নেতা... আমাদের মধ্যে আরেকটা ভাসানি কিম্বা বঙ্গবন্ধুর জন্ম হয় না... জন্ম হয় এইসব হায়ব্রিড নেতাদের ... কোট - টাই পরে দুএকটা ইংরেজি বললেই আমরা খুশিতে গদগদ হয়ে যাই... আর এজন্যেই Dr.Imran H Sarker , Omi Rahman Pial দের নেতা বলতে কষ্ট হয় ... মুক্তিযুদ্ধের চেতনা , মুক্তিযুদ্ধ সম্পর্কে যতই সজাগ থাক... ব্লগে, রাজপথে ওদের যতই ঘাম ঝরুক , চলমান পরিবারতান্ত্র , অগনতান্ত্র , সাম্প্রদায়িক্তা নিয়ে যতই সচ্চার হোক... রাজপথে সমবেশে তো আমার পাসেই বসে... তাইলে আবার নেতা কিসের...? মিছিলে তো আমার পাশেই চিল্লায় গলা ফাটায় ... এ কোন নেতা হল...?? রাস্তায় আর রাজপথে থেকে আমার মতই রোদে পোড়া চামড়া... এরে তো মঞ্চে মানাবে না... ??? তাই পরিবর্তনের শুরু হতে হবে নিজের মধ্যেই , প্রথম বিদ্রোহটাও করতে হবে নিজের এইসব গোরামির সাথে... জয়বাংলা...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।