..............................
নির্মেঘ আকাশে জ্বলন্ত অগ্নিগোলক
প্রচন্ড দাবদাহে জলসিত প্রকৃতি,
পানির জন্য হাহাকার আর
টোকাইদের রমরমা ব্যবসা সেই তৃষ্না নিয়ে ।
খন্ড় খন্ড মিছিলে ক্ষুদে শিশুরা
প্রাণপাতে চাইছে মেলা প্রাঙ্গনে ডুকতে,
লোভনীয় আইসক্রিমের ফাঁদপাতা অফারে
অভিবাবকদের নাভিশ্বাস ।
রিক্সায় তরুনীদের উচ্চাসিত কলতান
সুযোগ পেলেই দেয় তরুনদের দিকে তীরছোড়া হাসি,
ট্রাকে ভ্যানে তরুনদের দামামা
দেয় তরুনীদের ভীড়ে রঙ ছোড়ার হুমকি ।
আর কত অপেক্ষা, আর কত ঘাম ঝরানো
আর কত ভ্রু কুচকানো দুর পানে চেয়ে
অস্থিরতায় পর্যবসিত সময়
বৈশাখ যেন ক্রমশ বিবর্নতায় রুপ নিচ্ছে ।
উম্মাদ মাতাল শব্দের ভীড়ে
অবশেষে প্রতিক্ষার অবসান ।
ব্যাস্ত সড়কের মাঝে একটি ফুলের দোকানে
লাল শাড়িতে সাদা ফুলের মুকুটে
তিনটি লাল পরীর সাথে দাড়িয়ে একটি পাতাল পরী,
মহুর্তেই যেন বৈশাখের সব রং ছুঁয়ে গেল আমায়
আর একটু হলে খুশিতে চলে যেতাম কোমায়
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।