আজ আমার মন ভাল নেই। সময় আর অসময়ের আধো আলো
“মধুর স্মৃতি” শব্দটা প্রায়ই শুনে থাকি। কেউ কি খুঁজে দেখি মধুর স্মৃতি বলতে যে সময়টুকুর কথা বলা হয় তা কেবলই “বিশাদময়”। স্মৃতি হয়ে যাওয়া সেই মধুর সময়টুকুর বর্তমানই আন্দোলিত করেছিল প্রাণ-মন। “স্মৃতি” মানে বর্তমান থেকে “হারানো সময়”। আর হারানো মানে কেবলই বিশাদ, কেবলই আঘাত, হৃদয়ের রক্তক্ষরণ। স্মৃতি হলো অতীতের নিস্পেষণ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।