সামুর মডুদের প্রতি দৃষ্টি আকর্ষন : আজকাল কি পোস্ট মুছে দেওয়ার জন্য খুব হাত চুলকায় । যেগুলা মুছা দরকার সেগুলা তো মুছেন না ।
একথাটা আমার না একজন সাধারন ব্লগারের কথা ।
অসংগতি গুলা আশা করি সকলে পড়বেন ।
সামুতে আজকাল যা ঘটছে তা কিছুতেই মেনে নিতে পারছি না ।
কারনে অকারনে পোস্ট মুছে দেওয়া হচ্ছে । কাউকে কোন নোটিসও দিচ্ছে না ।
কিন্তু মুছুক পোস্ট তাতে আমার কোন আপত্তি নাই আমার আপত্তি হল যে সব পোস্ট মুছে ফেলার কোন কারন নাই সেগুলাও মুছে ফেলা হয়ছে ।
অনেকে যারা রিপোস্ট করছে আমি তাদের অনেকের পোস্টগুলো পরে দেখলাম এমন আপত্তিকর কিছু দেখি নাই ।
অথচ এমন কিছু পোস্ট আছে যেগুলো সামুতে ব্যাপক তর্ক সৃষ্টি করছে ,
অনেকের ধর্মিয় অনুভুতিতে আঘাত দিয়ে লিখছে,
সারাদিন টাকা ইনকামের জন্য উল্টাপাল্টা তথ্য দিয়ে ব্লগারদের দিয়ে নিজের ইনকামের ফাইগা লুটছে,
ফ্রন্ট পেজে অনেকে পাশাপাশি ২ বার করে একি পোস্ট দিচ্ছে ( ভুল হয়ে যদি পোস্ট ২ বার হয় তবে মুছে ফেলে না কেন ১ টা ),
যেখানে রিপোস্ট ১ বারের বেশি দেওয়া ঠিক না সেখানে কেউ ২ বার দিলে মানা যায় কিন্তু যখন দেখি ৫-৭ বার করে রিপোষ্ট করে তখন কার মাথা ঠিক থাকে ?
সামুর মডারেসনের সচ্ছতার নমুনা এটা হতে পারে না ।
সামুর বিরুদ্ধে সব চেয়ে বড় অভিযোগ লগইন করতে প্রচুর টাইম নস্ট করা । এ ব্যাপারটা অনেকদিন ধরেই সবাই বলে আসছে কিন্তু এখন পর্যন্ত কোন সুফল দেখা গেল না ।
সামুর বিরুদ্ধে সত্য বললে নাকি অনেকে জেনারেল হয় । আমি জেনারেল হলেও আপত্তি নাই সত্য কথা বলতে ভয় কিসের ?
ইনকাম করার পোস্টের জন্য সামুর একটা আলাদা বিভাগ চাচ্ছি । আজকাল মনে হয় সামু কোন ব্লগিং এর জায়গা না ক্লিক করে কিভাবে ইনকাম করতে হয় তা সেখানোর জায়গা ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।