রাতের আকাশের নগ্নতা খুঁটিয়ে খুঁটিয়ে দেখি কিন্তু পারি না মনের আকাশ দেখতে।
সেদিন সকালে সবাই ঘুরতে চাইলাম। বিশেষ করে নাহিদের জন্যে। খুব সকালে আমি হাজির হলাম স্বপনের ম্যাছে। বুলবুলকে ডেকে তুলতে আধা ঘন্টা গেল।
আর অন্যদিকে হাসান কে ফোন দিতে দিতে সবাই অস্থির। হাসানের কলসি টাইপের পেট নিয়ে আসতে ১ ঘন্টা লেট। তারপর রস্তায় নেমে দেখি তুমুল রোদ। বাসস্ট্যান্ডে গিয়ে বুলবুলের বড়টার চাপ পেল। সে ৩৫ মিনিটে সারল।
তারপর জাফলং ভোলাগঞ্জের যাবার আশা বাদ দিয়ে ১২ টায় গেলাম বাদাঘাটে।
১.বাদাঘাট ব্রীজ
২.ডিঙ্গি নৌকা (ঘন্টা ১৫০টাকা)
৩.নদীর ঘোলা পানি। অনেক গভীর নদী। এখন স্রোত কম। বর্ষায় চোখে না দেখলে বোঝা যাবে না, এত স্রোত হয়।
৪. ট্রলারে ওদের জীবন:
৫.ট্রলারের ফ্যান লাগাতে পানির নীচে এক শ্রমিক
৬. বালু শ্রমিক
৭. বাদাঘাট ছেড়ে যাবার অপেক্ষায় কিছু ট্রলার
কিছু তথ্য:
নদীপথে কেউ বাদাঘাট থেকে জাফলং যেতে চাইলে সকাল সকাল বের হতে হবে। বালির ট্রলারে যেতে প্রায় ৪ ঘন্টা লাগে। বোঝাতে পারলে ট্রলারে বিনে পয়সায় যাওয়া যাবে। আর বাদাঘাট যেতে হলে সিলেট বন্দর এলাকা থেকে সিএনজি নিতে হবে। মাথা পিছু ২০ টাকা ভাড়া নেবে।
রাস্তা ভাল। বাদাঘাটে ভাল কোন খাবার দোকান নেই। কাজেই খাবার আগেই কেনা উচিত। শহরের ভেতর এমন সুন্দর পরিবেশ খুব কমই দেখা যায়।
সিলেটে ভ্রমন বিষয়ক আরও কিছু লেখা... Click This Link
Click This Link
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।