শাকিলা তুবা
একদিন কেউ ছিল না আমার
রাত ছিল না---
দিন ছিল না---
একটা পা ভাংগা কাঠের ঘোড়া ছিল,
দুটো কাঁচের পুতুল,
একটা পুতুল অন্ধ--
একদিন ওরাই আমার সব ছিল
তবু কেউ ছিল না।
বেদেদের মেয়ে চৈতালী;
আমায় বলেছিল, অন্ধ পুতুলটা সে।
যত্নে আঁকড়ে ধরতাম তাকে।
আত্মায় ছিল বেদেনী,
শরীরে সাপের খোলস।
যে রাতে কবিতা এল
কাঠের ঘোড়া ডেকে বলল,
চলো অপারে মিশি।
আকাশ পাড়ি দিচ্ছে পংখীরাজ
পা ভাঙ্গা, কাঠের।
সাপের খোলসে বেদেনীর জানু ঢেকে
সে রাতেই দিলাম পাড়ি, অজানায়।
সেই থেকে আমার কেউ নেই
সেই থেকে আমিও নেই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।