রিজওয়ানুল ইসলাম রুদ্র সময় থেমে ছিলো ওখানে... নিথর কাঠের সিঁড়ি, জমাট রক্তের দাগ আধখাওয়া ধূসর পাইপ, ভারি চশমা রক্তে ভিজে লাল সফেদ পাঞ্জাবি মুজিব কোট, ঘাতকের অস্পৃশ্য পদচ্ছাপ বুকের ভেতর বাতাসের তুমুল হাহাকার বাইরে অমাবস্যা গাঢ় অন্ধকার প্রাণবন্ধুর শরীরে আঠারোটা বুলেট জ্বলে আছে তারার মতো নির্ভার সবাই ঘুমিয়ে ছিলো তখন বঙ্গবন্ধুর গর্জনে থমকে গিয়েছিলো ওরা কেননা বঙ্গবন্ধু মানেই হিমালয় পর্বত সোনার বাংলার স্থপতি, গণমানুষের আর্তনাদ পঁচাত্তরের ঘাতকেরা আবারো জেগে উঠছে কলঙ্কের পর কলঙ্ক জমিয়ে তামাশা দেখছে সময় এখন জেগে ওঠার নতুন প্রজন্মের প্রতিশ্রুতি এই হোক সবার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।