আমাদের কথা খুঁজে নিন

   

কাঠের পুল

আমার ব্যক্তিগত ব্লগ

জীপ থেকে নেমে মামার সামনে এসে দাড়ালাম। মামা বললেন, বাসা হাটা পথ এখানেই। আমি দেখলাম রাস্তা ওখানেই শেষ। মানে উপজেলা শহরে (নাইখংছড়ি) যাবার কোনো রাস্তা নেই! একটু এগিয়ে দেখলাম পাহারি নালা। মামা বলল বৃষ্টির সময় পাহারী ঢলে নামে।

এরপর সেই নালার উপর ছোট্ট একটা কাঠের পুল এরপর ফুলের বাগান, গোলাপী ফুল ফুটে আছে। তারপর মামার কাঠের বাড়ি। আমি মুগ্ধ হয়ে গেলাম। এরপর যতদিন ছিলাম, কাঠের ঐ পুলটার উপর সময় পেলেই এসে দাড়াতাম। আমি এখনোও কাঠের ঐ পুলটাকে মিস করি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।