আমাদের কথা খুঁজে নিন

   

কতবার যে গিঁট দিয়ে রেখেছি নিত্য জানার সুতাতে................!!(রি)

আমি এখন আছি তবে থাকবো কিনা জানি না।"কবি'র কবিতা সে তো পাঠকেরই ঋণ।"

স্বপ্ন পাখি !! জানো সে কে? অন্ধকারের পরিপূর্ন গর্ভবাসের স্বাগত প্রভাতে......... কীর্ণ আলোর চেষ্টায় ঘন নিবিঢ় অরন্যে....বাঁধাহীন নিরবতায় পত্র-পল্লবের মর্মরে... শীত ঘুম শেষে ঝরঝরে পালকে সাদা বকের উড়ে যাওয়া...... তাপিত চৈত্রদিনে,চাতক কী অসহায় ! কী আকুল.! দেখেছো কখনো...! আষাঢ়ের প্রথমদিকের প্রকৃতির উম্মত্ত উলঙ্গ আস্ফালন.. দেখেছো কি?..দেখেছো, কী আগ্রহ-নীলে মধুমাখা বসন্তে.... কোকিল,আশোক,ডালিয়া'র দুয়ার দিয়ে হাঁটতে হাঁটতে দেখা অচেনা..আগন্তুকের..গগন বিধুর পরিমন্ডলে...অপ্সরার ক্লান্তিহীন নাচের মুদ্রা..........। হৃদের পানিতে পাহাড়ের সবুজকালো অন্তর্বাস সাগরের শাড়ির প্রতিটি কোচার ফাঁকে ফাঁকে দৌঁড়ঝাপ........পলে পলে চিন্তারসিক মনের ক্ষুদ্র আনন্দে.....একশ আটটি নীল হৃদয় পদ্মের উপবাস আরতিতে......আমার মনের বিস্তৃত আস্তরন....। ভাসা ভাসা স্মৃতি গলিতে হারাতে হারাতে কতবার যে গিঁট দিয়ে রেখেছি নিত্য জানার সুতাতে.. কার নামে....জানো.....কার নামে জানো........!! সে আর কেউ নয়...!!সে তুমিই......সে তুমিই....। দিনের প্রথম আলোতে অথবা ক্লান্ত শীর্ন অস্তাচলে জেগে ওঠা সন্ধ্যা প্রদীপের আভায়....লোকায়িত প্রথার নি:সঙ্গ নীরে,প্রতীক্ষার প্রহরে....সহযাত্রী আর কেউ নয়.!! সে তুমিই......সে তুমিই....।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.