''তাকে জ্বলতে দেখলাম। সারা শরীর ভর্তি পলাশের মত আগুন। দাউ দাউ করে জ্বলে যাচ্ছিল তার দেহ! অথচ এক প্রশান্তি ছিল চোখে। অভ্যস্ত দারুন! এই প্রথমবার জ্বলছে না সে। জলের তলেও জ্বলে যেত যে একসময়! অতঃপর পুড়তে পুড়তে তার মৃত্যু দেখলাম। শান্ত ধীর পায়ে মৃত্যুর পথে পা রেখেছিল! জীবন্ত অধ্যায়ে কত বার মৃত্যুকে বরন করেছে সে! শেষবারের মত বলে আজ তার সত্বা আনন্দিত। কে জানে বেঁচে থেকে কতবার মরে গেছি আমি!''
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।