জামিনে বেরিয়ে লোকজনকে হুমকি ধমকি দিচ্ছে পুরানো ঢাকার শামীম মোহাম্মদ নামের এক জালিয়াত-কারী ব্যক্তি।
মন্দিরের দেবোত্তর সম্পত্তিকে জাল দলিল করে নিজের ব্যক্তিগত সম্পত্তিতে রূপান্তর । পরে জাল সেই কাগজপত্র দেখিয়ে রূপালী ব্যাংক থেকে ঋণ নেয় শামীম। ঘটনাটি ব্যাংক কর্তৃপক্ষ জানতে পারলে তার বিরুদ্ধে মামলা হয়। মামলায় তাকে গ্রেফতার করে জেলে প্রেরণ করলে সে জামিনে বেরিয়ে আসে।
জামিনে বেরিয়ে শামীম মন্দিরের সেবাইত ও পূজারিদেরকে নানা রকম ভয়ভীতি দেখাতে থাকে এবং মন্দির ও তৎসংলগ্ন সম্পত্তিকে নিজের বলে দাবি করে অন্য ব্যক্তির কাছে বিক্রি করার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে।
উল্লেখ্য শামীম মোহাম্মদ নামের এই ব্যক্তি মন্দিরের যে সম্পত্তি নিজের বলে দাবি করছে অনুসন্ধানে দেখা যায় উক্ত মন্দির ও তৎসংলগ্ন জায়গা সিএস রেকর্ড ও বর্তমান ঢাকা সিটি জরিপে মন্দির হিসেবে চিহিৃত আছে।
ওয়ারী এলাকার পুরনো এই রাম-সীতা মন্দির টিকে রক্ষা করার জন্য সরকার প্রধানের হস্তক্ষেপ আশা করছেন উক্ত এলাকার লোকজন।
২৭ জুন সোমবার সকাল ১১ টার দিকে ঢাকা রিপোর্টস ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে মন্দির পরিচালনা কমিটির সভাপতি শ্রী গণেশ ঘোষ এসব কথা বলেন। তার লিখিত বক্তব্যে তিনি বলেন, রাজধানীর ১৯ নম্বর জয়কালী মন্দির রোডের রামসীতা মন্দিরটি আড়াই-শত বছরের পুরনো।
জমিদার রমেশ চন্দ্র সিংহ এর ইচ্ছায় তার জমির ওপর এটি তৈরি করা হয়েছিলো।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সূত্রাপুর থানার পূজা উদযাপন কমিটির সম্পাদক ভাস্কর চৌধুরী ও মন্দির পরিচালনা কমিটির যুগ্ম সম্পাদক অরুণ সরকার রানা। খবরের সূত্র এই লিংকে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।